সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Home Page » আজকের সকল পত্রিকা » সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ মহিব আল হাসান: জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসস্থ পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এদিকে অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সংগীত জগতে আইয়ুব বাচ্চুর অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা আইয়ুব বাচ্চুর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আইয়ুব বাচ্চুর সহকর্মী সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন রূপালী গিটারের জনপ্রিয় গায়ক আইয়ুব বাচ্চু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

এলআরবি’র সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রংপুরে কনসার্ট ছিল আইয়ুব বাচ্চুর। কনসার্ট শেষ করে গতকাল বুধবার ঢাকায় তার বাসায় ফেরেন। আজ বৃহস্পতিবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এই শিল্পীর। বাসায় অচেতন অবস্থায় থাকলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পক্ষ থেকে জানা যায়, ‘তিনি কিছুদিন আগেও তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে ডাক্তারদের সাথে যোগাযোগ করতেন। শরীরের প্রতিনিয়ত চেকআপ করাতেন। বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে।

সংগীত জগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। এরপর দীর্ঘ দিন তিনি সোলস ব্যান্ডে ছিলেন অনেক বছর। তারপর নিজেই ব্যান্ড গঠন করেন এলআরবি নামে। শুরুতে এলআরবি ছিলো লিটল রিভার ব্যান্ড, পরবর্তীতে এটিকে তিনি লাভ রানস ব্লাইন্ড করেন। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন।

বাংলাদেশ সময়: ১৬:১২:০৬   ৫৬৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ