মেসি-বার্সাকে ‘ভয় পায় না’

Home Page » খেলা » মেসি-বার্সাকে ‘ভয় পায় না’
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ   লা লিগায় শুরুটা দারুণ হয়েছে সেভিয়ার। তবে প্রতিপক্ষ এবার শক্তিশালী বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে সেভিয়ার ডিফেন্ডার সিমন কেয়ার জানিয়েছেন, তারা লিওনেল মেসি বা কাতালান ক্লাবটিকে নিয়ে একটুও ভীত নয়।

কাম্প নউয়ে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় স্পেনের শীর্ষ লিগে গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সেভিয়া।

লিগে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের জয়সহ মোট পাঁচ ম্যাচ জিতেছে দলটি। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে তাদের অবস্থান। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

নিয়মিত গোলও পাচ্ছে সেভিয়া। কেবল বার্সেলোনা তাদের চেয়ে বেশি গোল করতে পেরেছে।

দারুণ ছন্দে আছে বার্সেলোনা অধিনায়ক মেসি। লা লিগায় এরই মধ্যে করেছেন ছয় গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে ১১টি। তবে তাতে নিজেদের জন্য ভয়ের কিছু দেখছেন না ডেনমার্কের খেলোয়াড় কেয়ার।

“মেসির বর্ণনায় ব্যবহার করার মতো আর কোনো শব্দ এই বিশ্বে আছে? নিঃসন্দেহে সে চমৎকার একজন খেলোয়াড়। সে যখন তার সেরা অবস্থায় পৌঁছায় তখন তাকে থামানো খুব কঠিন।”

“আপনি মেসিকে ম্যান-মার্ক করতে পারবেন না। কারণ বার্সেলোনার আরও অনেক অসাধারণ খেলোয়াড় আছে। আপনি তাদের জন্য অতিরিক্ত ফাঁকা জায়গা ছাড়া মাত্রই তারা সুযোগ লুফে নেবে। মেসির বিপক্ষে আপনার দলীয়ভাবে রক্ষণ সামলাতে হবে। সে খেলতে পারে এমন ফাঁকা জায়গা কমাতে হবে। আর এভাবে নিশ্চিত করতে হবে সে আপনার বিপক্ষে তার সেরা খেলাটা যেন খেলতে না পারে।”

“এটা আবার আনন্দেরও। আর দারুণ সব দল ও খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা ফুটবলে আমার কাছে মূলত সেরা বিষয়। তাদের হারাতে আমরা চেষ্টা করব।”

২০১৫ সালের পর থেকে বার্সেলোনাকে হারাতে পারেনি সেভিয়া। কাতালান ক্লাবটির কাছে গত কোপা দেল রের ফাইনালে ৫-০ গোলে ও স্প্যানিশ সুপার কাপে ২-১ গোলে হারে তারা। আর কাম্প নউয়ে ২০১০ সালের পর বার্সেলোনাকে হারাতে পারেনি সেভিয়া।

তবে অতীত নিয়ে ভাবতে নারাজ কেয়ার। এরনেস্তো ভালভেরদের দলের বিপক্ষে সতীর্থরা নির্ভয়ে খেলবে বলে বিশ্বাস তার।

“মনে ভয় নিয়ে আপনি কাম্প নউয়ে যেতে পারেন না। কারণ সেক্ষেত্রে আপনি ধ্বংস হয়ে যাবেন। দল হিসেবে আপনার নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আপনার খেলার ধরনের ওপর বিশ্বাস রাখতে হবে। আর তাই, তাদেরকে আমরা ভয় পাই না। তবে অবশ্যই বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে তাদেরকে আমরা সমীহ করি।”

“তারা যাতে আমাদের বিপক্ষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে না পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই সঙ্গে আমাদের সর্বোচ্চ অবস্থায় পৌঁছাতে হবে। বার্সেলোনাকে অস্বস্তিতে ফেলতে হবে এবং খেলার পরিকল্পনা দিয়ে তাদের চ্যালেঞ্জ জানাতে হবে।”

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৬   ৬১৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ