সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আজ সৌদি আরব যাচ্ছেন

Home Page » জাতীয় » সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আজ সৌদি আরব যাচ্ছেন
মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮



ফাইল ছবি   বঙ্গ-নিউজ: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে তিন দিনের সফরে আজ রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। প্রধানমন্ত্রী মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।

এ সফরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই হবে।

সোমবার (১৫ অক্টোবর) বিকালে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ তথ্য জানান।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে পাঠানো তালিকার ৮ হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার বিষয়ে ছাড়পত্র দিয়েছে মিয়ানমার সরকার। রোহিঙ্গা শরণার্থীরা সেখানে গিয়ে যেন থাকতে পারে, জীবনযাত্রা শুরু করতে পারে, সেজন্য ঘর নির্মাণের জন্য বলা হয়েছে। যেসব গ্রাম থেকে তারা এসেছেন, ওইসব গ্রামে বাড়ি তৈরি করতে বলেছি। চীনা সরকার সেখানে বাড়ি তৈরি করবে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।

তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাসোগিকে সৌদি সরকার হত্যা করেছে, এমন অভিযোগের পর সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খাসোগির বিষয়ে বাংলাদেশ নজর রাখছে, পাশাপাশি এ ঘটনা তদন্তে তুরস্ককে সঙ্গে নিয়ে কাজ করতে সৌদি আরবের প্রস্তাবকেও স্বাগত জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, আমরা আশা করি, যৌথ তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসবে।

প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে অর্জিত সাফল্য সৌদি নেতাদের কাছে তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, বুধবার (১৬ অক্টোবর) তিনি রিয়াদে সৌদি আরবের বাদশাহর সঙ্গে বৈঠকে মিলত হবেন। এদিন রাতেই প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদিনা গমন করবেন। তারপর মদিনা থেকে তিনি মক্কা যাবেন এবং রাতে পবিত্র ওমরাহ পালন করবেন। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের জন্য সম্প্রতি ক্রয় করা জমিতে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ইসলামী সামরিক জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব আয়োজিত মাসব্যাপী (১৮ মার্চ-১৬ এপ্রিল) একটি যৌথ মহড়ায় বাংলাদেশ অংশগ্রহণ করে। এ মহড়ায় ২৩টি দেশ অংশগ্রহণ করেছিল। সৌদি সরকারের আমন্ত্রণে ওই মহড়ার সমাপনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ অক্টোবর) জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

বাংলাদেশ সময়: ৮:৪১:১৩   ৬১৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ