শেখ হাসিনার হস্তক্ষেপে একক প্রার্থী গাজীপুরে

Home Page » জাতীয় » শেখ হাসিনার হস্তক্ষেপে একক প্রার্থী গাজীপুরে
বুধবার, ১৯ জুন ২০১৩



j.JPG সাজিব, স্টাফ রেপটার  ঃ  শেখ হাসিনার হস্তক্ষেপে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী হয়েছে।

গাজীপুরে প্রতীক পেলেন ৬ মেয়র প্রার্থী মঙ্গলবার । শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর আজমত উল্লাহ খানের সমর্থনে সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম প্রার্থিতা ‘প্রত্যাহার’ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।

চার সিটি কর্পোরেশন নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি কর্পোরেশনে দলের বিভেদ মেটাতে উদ্যোগী হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাশেখ হাসিনার হস্তক্ষেপে একক প্রার্থী গাজীপুরে

নবগঠিত এই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সাবেক পৌর মেয়র আজমত উল্লাহকে সমর্থন দিলেও দলের ওই সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হন জাহাঙ্গীর।

মঙ্গলবার রাতে সংসদ ভবনে আজমত ও জাহাঙ্গীর দুজনকেই ডেকে পাঠান শেখ হাসিনা। সংসদ নেতার কার্যালয়ে ওই বৈঠকেই জাহাঙ্গীর নির্বাচন থেকে সরে যেতে রাজি হন।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় জাহাঙ্গীর এখন সরে দাঁড়ালেও ব্যালট পেপারে তার নাম থাকবে।

সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর মঙ্গলবার দুপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। এতে জাহাঙ্গীর পান আনারস প্রতীক, আজমত পান দোয়াত-কলম প্রতীক।

এই নির্বাচনে অন্য পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি সমর্থিত সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানের সঙ্গেই এখন সরকারি দল সমর্থিত আজমতের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তার প্রতীক টেলিভিশন।

গত শনিবার রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী চারজনেরই শোচনীয় পরাজয় হয়, এই চারজনই ছিলো বিদায়ী মেয়র।

ওই পরাজয়ের জন্য দলের বিভেদ দায়ী বলে আলোচনা ওঠে।

বরিশালের মেয়র প্রার্থী হিরন মঙ্গলবার এক সভায় তার পরাজয়ের জন্য সরাসরি অভিযোগ তোলেন তার জেলার আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে।

বরিশালে মেয়র পদে হিরনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ছাত্রলীগের সাবেক এক নেতাও।

চার সিটি নির্বাচনে পরাজয়ের পর একক প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগ যে গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট হয়েছে দলীয় প্রধানের হস্তক্ষেপে।

গাজীপুরে মহাজোট শরিক জাতীয় পার্টি মেয়র পদে দলের নেতাকে সমর্থন দিলেও সোমবার তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বাংলাদেশ সময়: ৯:৪২:৩২   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ