মহেশখালীর পাহাড়ের গহিন অরণ্যে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ

Home Page » এক্সক্লুসিভ » মহেশখালীর পাহাড়ের গহিন অরণ্যে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ
সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ:  কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ের গহিন অরণ্যে একটি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ১১টি দেশি বন্দুক ও গুলিসহ মোহাম্মদ ইসহাক (৩৫) নামে এক কারিগরকেও আটক করা হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

আটক ইসহাক বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় একটি অপরাধী চক্র অস্ত্র মজুদ করেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে পৌঁছালে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, ‘পরে পুলিশ আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১১টি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ৮:১৬:২৩   ১১৫৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ