শেখ হাসিনার সঙ্গে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রুদ্ধদার বৈঠক!!

Home Page » এক্সক্লুসিভ » শেখ হাসিনার সঙ্গে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রুদ্ধদার বৈঠক!!
শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮



ফাইল ছবি   বঙ্গ-নিউজ:  আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রুদ্ধদার এক বৈঠক অনুষ্টিত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনে সংসদের শীর্ষ এই দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সংসদের বিরোধী দল জাতীয় পার্টির একজন প্রভাবশালী সংসদ সদস্য এ তথ্য জানিয়েছেন।

রুদ্ধদ্বার ওই বৈঠকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কাছে ৪৬টি আসনে সংসদ সদস্য ও নির্বাচনের পর সরকার গঠন করলে তাতে ছয় জন পূর্ণ মন্ত্রী দাবি করেছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সংসদ সদস্য বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন বিরোধী দলীয় নেতা। বর্তমান সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্যসহ মোট ৪৬টি আসনে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন রওশন এরশাদ। এসব আসনে লাঙ্গলের প্রার্থীর বিপরীতে নৌকার কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

জাতীয় পার্টির ওই সংসদ সদস্য আরও বলেন, একইসঙ্গে নির্বাচনের পর সরকার গঠন করলে সেখানে জাতীয় পার্টির ছয় জন পূর্ণ মন্ত্রী থাকতে হবে বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা।

বৈঠকে রওশন এরশাদ প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনে সংসদ সদস্য পদে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকাও দিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বর্তমান সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছেন ৩৪ জন। এছাড়া সংরক্ষিত নারী আসনে ছয় জন সংসদ সদস্য রয়েছে দলটির। পরে এক উপনির্বাচনে আরও একজন জয় লাভ করলে সংসদে জাতীয় পার্টির মোট সংসদ সদস্য দাঁড়িয়েছে ৪১ জনে। আর বর্তমান সরকারে একজন পূর্ণ মন্ত্রী ও দু’জন প্রতিমন্ত্রীও রয়েছেন জাতীয় পার্টির। এছাড়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োজিত আছেন।

বাংলাদেশ সময়: ৯:৪৪:৩২   ৪৮২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ