ভারতে ভারি বর্ষণে নিহত শতাধিক

Home Page » বিশ্ব » ভারতে ভারি বর্ষণে নিহত শতাধিক
মঙ্গলবার, ১৮ জুন ২০১৩



floodeduttarakhand3-300x187.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ভারতের উত্তরখণ্ড ও হিমাচল প্রদেশে আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পাহাড় ও সেতু ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আটকা পড়েছেন তীর্থযাত্রীসহ কয়েক হাজার মানুষ।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, উত্তরখণ্ড প্রদেশে নিহত হয়েছে অন্তত ৭০ জন। এছাড়া হিমাচল, উত্তর প্রদেশ ও অন্যান্য স্থানেও নিহতের সংবাদ পাওয়া গেছে।

রুদ্রপ্রয়াগ জেলায় পানির তোড়ে ভেসে গেছেন বহু মানুষ। আলমোরায় বাসের ওপর পাহাড় ধসে পড়ে নিহত হয়েছেন তিনজন।

বিবিসি জানায়, এ ঘটনায় প্রায় ৬০ হাজার তীর্থযাত্রী অসহায় হয়ে পড়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক ভবন।

এ প্রদেশের বিভিন্ন স্থানে বসতবাড়ি ও রাস্তাঘাট ভাসিয়ে নিয়ে গেছে প্রবল ঢল। ভারতীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড়ি এলাকায় বন্যার পানির তোড়ে মাটি সরে যাওয়ায় একটি তিনতলা বাড়ি নাটকীয়ভাবে ধসে পড়ছে। বহু যানবাহন খেলনার মতো ভেসে যাচ্ছে ঢলের মধ্যে।

উত্তরাঞ্চলীয় উত্তরখাসি জেলার কয়েকটি স্থানে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে এবং ওই অঞ্চলগুলোতে পানি বিপদ সীমা অতিক্রম করেছে।

উত্তরখণ্ডের এক সরকারি কর্মকর্তা বিবিসিকে জানান, রুদ্রপ্রয়াগ ও কেদারনাথ অঞ্চলের পরিস্থিতি সবচেয়ে খারাপ। রোববার বেশ কয়েকটি সেতু ভেঙে যাওয়ায় কয়েক হাজার পূণ্যার্থী যাত্রাপথে আটকা পড়েছেন। আটকা পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে।

রাজ্য সরকার ইতোমধ্যে সড়কপথে বিচ্ছিন্ন এলাকাগুলোতে বিমানের মাধ্যমে খাবার ও পানির বোতল ফেলতে শুরু করেছে।

ভারতে সাধারণত জুনের শেষভাগ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত চলে। তবে এবার দুই সপ্তাহ আগেই প্রবল বৃষ্টি নিয়ে হাজির হয়েছে মৌসুমী বায়ু।

রোববার থেকে বৃষ্টি চলছে ভারতের রাজধানী নয়া দিল্লি এবং মুম্বাইয়েও। দিল্লিতে বিমানবন্দরের একাংশসহ বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় ব্যাপক যানজট।

বিবিসি জানিয়েছে, দেশটিতে সাধারণত জুনের শেষভাগ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তবে এ বছর বেশ আগেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

ভারতের আবহাওয়াবিদরা বলছেন, উত্তরখণ্ড, হিমাচলসহ ভারতের বিভিন্ন স্থানে আরো দুদিন ভারী বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ সময়: ২১:২৪:৫১   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ