একহাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামেন তামিম ইকবাল!!

Home Page » ক্রিকেট » একহাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামেন তামিম ইকবাল!!
রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮



 

ছবি:ইন্টারনেট থেকে   বঙ্গ-নিউজ:  শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু আবার চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আঙুলে চোট পাওয়ায় এক্স-রের জন্য হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানকে। পরে মোস্তাফিজের উইকেট পতন হলে একহাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামেন তামিম ইকবাল।

বাঁ হাতের কব্জিতে চিড় ধরায় অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই উদ্বোধনী ব্যাটসম্যানের। তবে দলের প্রয়োজনে চোট নিয়েও ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নামেন তিনি।

গত ২৭ অগাস্ট থেকে শুরু হয় বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি। শুরুতে ছিল ফিটনেস ট্রেনিং। স্কিল ট্রেনিং শুরুর আগেই তামিম চোট পান আঙুলে। এরপর ব্যক্তিগত জরুরি প্রয়োজনে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানেই স্ক্যান করিয়ে জানতে পারেন আঙুলে হালকা চিড়।

সেই চোট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার খেলতে নেমেছিলেন তামিম। তার আঙুল নিয়ে মূল শঙ্কা ছিল ফিল্ডিংয়ে। তাই অন্তত প্রথম দুই ম্যাচে তাকে ফিল্ডিংয়ের সময় মাঠে যতটা সম্ভব আড়াল করে রাখার কথা ভেবে রেখেছিল দল।

ফিল্ডিংয়ে নামার আগেই নতুন চোট ছিটকে দিল বাংলাদেশের সেরা ব্যাটসম্যানকে। সুরঙ্গা লাকমলের করা ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলটি ব্যাটে খেলতে পারেননি তামিম। দ্রুত গতির বলে হাতে চোট পেয়ে তখনই মাঠ ছাড়েন তিনি।

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। ইএসপিএন ক্রিকইনফো জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর কব্জির হাড়ে চিড় ধরা পড়ে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তামিমকে।    ছবি সংগৃহীত     শ্রীলঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে চেয়েছিলেন। কিন্তু বল লাগে তামিমের তার গ্লাভসে। পরে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ থেকে ড্রেসিংরুম, এরপর তামিমকে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। টিভি ধারাভাষ্যে কুমার সাঙ্কাকারা বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ৮:২৮:০৩   ৫৩০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ