বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করছে: ড. হাছান মাহমুদ

Home Page » জাতীয় » বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করছে: ড. হাছান মাহমুদ
রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮



 

 

ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গত কিছুদিন ধরে তাদের (বিএনপির) বক্তব্য শুনলে মনে হয় তাদের উদ্দেশ্য বেগম জিয়ার চিকিৎসা নয়। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে বেগম জিয়াকে অসুস্থ বানিয়ে এবং দেখিয়ে রাজনীতি করা। প্রকৃতপক্ষে বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে অসুস্থ রাজনীতি করছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে’ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে বিএনপিই হচ্ছে প্রতিবন্ধক এবং এটি তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করেছে। এখনো তারা আগামী নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।’

‘চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে’ সাম্প্রতিক বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীরা যারা পেট্টোল বোমা নিক্ষেপ, গাড়ি ভাংচুর এবং নানা নাশকতা মামলার আসামী ছিল তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আবারো আনাগোনা শুরু করেছে। পুলিশ তাদের কোন কোন জায়গায় গ্রেফতার করেছে। মাত্র ১৫০/২০০ জন গ্রেফতার হয়েছে যারা সবাই বিভিন্ন মামলার আসামী। এতে তারা বলছে চিরুনি অভিযান। সুতরাং এই ধরনের মিথ্যাচার সত্যিই অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলো তখন বাংলাদেশের ৬৬টি কারাগারে ধারণ ক্ষমতা ছিল ২৫ হাজার। আর ২০০১ থেকে ২০০৩ সালে কারাগারে বন্ধি ছিলো ৭৫ - ৮৫ হাজার। একদিনে হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এমন ঘটনাও ঘটেছে। ২০০৬ সালেও কারাগারে বন্দির সংখ্যা ছিল ৯০ হাজার। এখন যে সমস্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে তাদের পক্ষে রুহুল কবির রিজভী সাফাই গেয়ে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন পেট্টোল বোমা হামলাকারীরা তাদের নেতাকর্মী। অর্থাৎ পেট্টোল বোমা হামলার সাথে তারা যে যুক্ত ছিলেন এটি তিনি স্বীকার করে নিয়েছেন।’

বিএনপির বিদেশী লবিস্ট ফার্ম নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির লবিস্ট ফার্ম নিয়োগে অর্থের উৎস কি, এ টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গেলো কিভাবে এটি তদন্ত করে খুঁজে বের করা প্রয়োজন এবং সেই মোতাবেক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশকে এবং দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না রেখে বরং বেগম জিয়াকে মুক্ত করার আইনি লড়ায়ের জন্য মনোযোগী হোন।’

উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রিয় কমিটির সদস্য রফিকুর রহমান ও রেমন্ড আরেং।

বাংলাদেশ সময়: ৮:২০:০০   ৫৬৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ