মুশফিকুর রহিম ও মিথুন আলির অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

Home Page » ক্রিকেট » মুশফিকুর রহিম ও মিথুন আলির অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ:  মুশফিকুর রহিম ও মিথুন আলির অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাত্র ৩ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছেন এই দুই মিডল অর্ডার ব্যাটসম্যান। এর আগে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বাংলাদেশকে চেপে ধরে শ্রীলংকা। পরপর দুই বলে ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার সাকিব আল হাসানের উইকেট নিয়ে বর্ষীয়ান লংকান পেসার টাইগার শিবিরে আতঙ্ক ছড়ান। এদিকে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এরপর প্রথম ছয় ওভার পর্যন্ত রক্ষণাত্নকভাবে খেলতে থাকেন মুশফিক-মিথুন। লংকান ফিল্ডারদের কল্যাণে দুজনই লাভ করেন নতুন জীবন। এরপরই প্রতিরোধ শুরু করেন তারা। পাল্টা আক্রমণে গিয়ে আদায় করে নেন নান্দনিক চার-ছয়। এদের অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে শেষ খবরে, ২০ ওভারশেষে ২ উইকেটে ১০২ রান করেছে বাংলাদেশ। নিজের প্রথম অর্ধ শতক তুলে নিয়েছেন মিথুন আলি।

প্রসঙ্গত লঙ্কান একাদশে সান্দকান ও দিনেশ চান্ডিমালের অনুপস্থিতি বাড়তি প্রেরণা যোগাচ্ছে টাইগারদের । এছাড়া ধানুশ গুনতিলাকাও চোট পাওয়ায় ছিটকে পড়েছেন একাদশ থেকে। সবমিলিয়ে মনস্তাত্ত্বিক লড়াইয়ে কিছুটা স্বস্তিদায়ক জায়গায় থাকবে মাশরাফিবাহিনী। এর আগে বাংলাদেশ সফরে দাপট দেখিয়েছিল শ্রীলংকা। ঘরের মাঠে বাংলাদেশকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে হাথুরুসিংহের অধীনে দারুন কিছুর ইঙ্গিত দিয়েছিল লঙ্কানরা। তবে নিদাহাস ট্রফিতে পরপর দুই ম্যাচ টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশও দিয়ে রাখে উপযুক্ত জবাব। এরপর ক্যারিবিয় সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে সুসংহত করে নিজেদের অবস্থান। সবমিলিয়ে এশিয়া কাপে দারুন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: বাংলাদেশ ১৪৪ (২৮ ওভারশেষে)
মুশফিক ৪৪, মিথুন ৫১
মালিঙ্গা ২/৮

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম , মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), থিসারা পেরেরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, অমিলা অপন্সো, দিলরুয়ান পেরেরা।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:২৪   ৫৯৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ