শেষ পর্যন্ত ‘ভারত’ ছবিটি ছেড়ে দেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা

Home Page » এক্সক্লুসিভ » শেষ পর্যন্ত ‘ভারত’ ছবিটি ছেড়ে দেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা
শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮



 

 

ছবি সংগৃহীত

স্বপন চক্রবর্তী,  বঙ্গ-নিউজ:  ছবিতে কাজের সুযোগ পেতে সালমানের ছোট বোন অর্পিতা খানকে হাজার বার কল করেছিল প্রিয়াঙ্কা। কাজটি করলে দীর্ঘ দিন পর বলিউডপ্রেমীরা দেখার সুযোগ পেতেন সালমান খানের সঙ্গে তার রসায়নও। কিন্তু শেষ পর্যন্ত ‘ভারত’ ছবিটি ছেড়ে দেন সাবেক এ বিশ্বসুন্দরী।

সম্প্রতি সালমান জানিয়েছেন এমন তথ্য। কিন্তু শেষ মুহূর্তে এসে ছবিটি কেন প্রিয়াঙ্কা ছেড়ে দিয়েছেন সে ব্যাপার এখনও নিশ্চিত হতে পারেননি তিনি।

সালমান বলেন, আমি প্রিয়াঙ্কাকে বলেছি তোমার বাগদান হচ্ছে, কী দরকার ছবিটা ছেড়ে দেয়ার। সে বলল ‘বিয়ে করতে হবে।’ তার উত্তরে আমি বলেছি, ‘তো বিয়ে করে ফেল’। ছবিতে প্রিয়াঙ্কার ৭৫-৮০ দিনের শিডিউল ছিল। আমরা বলেছি আমরা মানিয়ে নেব। কিন্তু সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে ছবিটা সে আর করছে না।

সালমান আরও বলেন, সে অর্পিতাকে (সালমানের বোন) এক হাজার বোন ফোন করে বলেছে, ‘আমি সালমানের সঙ্গে কাজ করতে চাই।’ এমনকি সে আলীকেও (পরিচালক আলী আব্বাস জাফর) ফোন করে বলেছিল যে এ ছবিতে তাকে সুযোগ করে দেয়া যায় কী না।

বাংলাদেশ সময়: ৮:৩২:৩৩   ৫৩১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ