সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: হানিফ

Home Page » জাতীয় » সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: হানিফ
মঙ্গলবার, ১৮ জুন ২০১৩



hanif-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত ১৪ দলীয় জোট প্রার্থীরা তাদের ক্ষমতায় থাকা অবস্থায় ভোটারদের মন জয়ে ব্যর্থ হয়েছে বললেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ভোটারদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারনে তারা পরাজিত হতে পারেন।নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে বেলা ১১টায় মাহবুব-উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে যোগ দেন কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিদের চেক প্রদান অনুষ্ঠানে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অসাংবিধানিক আখ্যায়িত করে হানিফ বলেন, বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাই সদ্য সমাপ্ত চারটি সিটি করপোরেশনের নির্বাচনে বিরোধী দল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।

এ সময় তিনি আশা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে বিরোধী দল অংশ নেবে।

কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

জেলার ৮৪ জন অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিকে অনুষ্ঠানে ১০ লাখ ৬৩ হাজার টাকার চেক প্রদান করেন হানিফ।

বাংলাদেশ সময়: ১৪:২২:৫৬   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ