মিয়ানমারের সেনাপ্রধান সহ ২০ জন কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ !

Home Page » এক্সক্লুসিভ » মিয়ানমারের সেনাপ্রধান সহ ২০ জন কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ !
মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: রাখাইন রাজ্যে গণহত্যা চালানোর দায়ে, মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হলাইংসহ দেশটির ২০ জন কর্মকর্তা ও কিছু প্রতিষ্ঠানের ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। এক বিবৃতির মাধ্যমে ফেসবুক বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

শুধু ফেসবুক অ্যাকাউন্টই নয়, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলবে প্রতিষ্ঠানটি। বিদ্বেষমূলক এবং মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, ‘আমরা মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মি অং হ্লাংসহ মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ফেসবুকে নিষিদ্ধ করছি। সাম্প্রদায়িক ও ধর্মীয় উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় সে জন্য এই সিদ্ধান্ত।’

নিষিদ্ধ হওয়া ৪৬টি পেজ ও ১২টি অ্যাকাউন্ট মিয়ানমার গণহত্যায় সংগঠিত হওয়ায় সহযোগিতা করেছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে এ সুপারিশ করার পরই ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৪৪:১৩   ৪৫৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ