বঙ্গ-নিউজ: ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ৫৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এসব দুর্ঘটনায় আরও অন্তত শতাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ আগস্ট) থেকে শনিবার (২৫ আগস্ট) পর্যন্ত ৫ দিনে এসব দুর্ঘটনা ঘটেছে।
এর মধ্যে নাটোরের ১৪ জন, ফেনীতে ৬ জন, সিরাজগঞ্জে ৪ জন, নওগাঁয় ৩ জন, রাজশাহীতে ৩ জন, কুমিল্লায় ৬ দুইজন, বগুড়ায় ৫ জন, কুষ্টিয়ায় ৩, মাদারীপুরের টেকেরহাটে ৩, ময়মনসিংহে ২ জন এবং গাজীপুর, জামালপুর, খাগড়াছড়ি, নীলফামারী, নাটোর, বগুড়া ও রাজধানী ঢাকায় ১ জন করে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলার সীমান্তবর্তী কদিমচিলান এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার (২৫ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালিতে অটোভ্যান উল্টে নানা-নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কাটাখালির সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত হয়েছেন।
কুমিল্লার দাউদকান্দিতে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত যাত্রী। উপজেলার ঝিংলাতলী এলাকায় শনিবার (২৫ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।
ঈদের দিন (২১ আগস্ট) দুপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঈদের দিন (২১ আগস্ট) দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩টি সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ঈদের দিন (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের ময়নামতি নাজিরাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ফারজানা আক্তার ও তার মেয়ে আসফিয়া আমজাদ ঘটনাস্থলে মারা যান।
টঙ্গীতে বাসচাপায় আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে মারা গেছেন।
ঈদের (২১ আগস্ট) দিন পৃথক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র বন্ধুসহ ৫ জনের প্রাণ গেছে।
মহাদেবপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়ণপুর ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টেকেরহাট-ফরিদপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় একটি বাস। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই নামকস্থানে মঙ্গলবার (২১ আগস্ট) বিকালে পিকআপ ভ্যানচাপায় কালু মিয়া নামে এক বৃদ্ধ পথচারী নিহত হন।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকালে জামালপুর পৌরভবনের সামনে গাছচাপা পড়ে অটোরিকশার এক যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাস উল্টে মো. এরশাদ মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
কিশোরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগায় খায়রুল ইসলাম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ-বড়ভিটা সড়কের বড়ডুমুরিয়া পুলেরপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে বড়াইগ্রামে দ্রুতগামী যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মঞ্জুয়ারা বেগম নামে এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ আরও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে নাটোর-বাগাতিপাড়া সড়কের তেবাড়িয়ায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় একেএম সাদিকুল ইসলাম বাবু নামে এক বায়িং হাউস কর্মকর্তার মৃত্যু হয়েছে।
ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-তালতলী মহাসড়কের সাহেববাড়ী নামক স্থানে ভাড়ায় টানা মোটরসাইকেল ও মাহেন্দ্র (আলফা) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুছ ছোবাহান মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন।
রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী লেগুনাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ৮:০২:০৪ ৪২৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম