নির্বাচন কমিশন ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিসহ রাজপথে বড় কর্মসূচি আসছে

Home Page » জাতীয় » নির্বাচন কমিশন ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিসহ রাজপথে বড় কর্মসূচি আসছে
শনিবার, ২৫ আগস্ট ২০১৮



 

প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: আসছে সেপ্টেম্বর ও অক্টোবরে রাজপথে বড় আকারের কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্যে নির্বাচন কমিশন (ইসি) ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও রয়েছে।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মসূচি দেয়ার কথা ভাবছে আটদলীয় বাম গণতান্ত্রিক জোট। আগামী বৃহস্পতিবার (৩০ আগস্ট) মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে এ গুচ্ছ কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক জানিয়েছেন, আমরা কয়েকটি কারণে আগামী দিনে কর্মসূচি নিয়ে রাজপথে আসবো। প্রথমত, এই সরকারের অধীনে অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ নেই। সে কারণে সরকারকে পদত্যাগ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক আরও জানান, ম্যান্ডেডবিহীন এই সংসদ, নির্বাচন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন যারা করতে পারে না, তারা জাতীয় নির্বাচন করতে পারবে না। ফলে নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। বর্তমান নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ধারাবাহিক কর্মসূচি থাকবে। জেলা জনসভা, বিক্ষোভ, ঘেরাও থাকবে। এরপর ২৬ আগস্ট পরবর্তী কর্মসূচিগুলো নিয়ে বসবো। ছবি সংগৃহীত  নামপ্রকাশে অনিচ্ছুক জোটের একাধিক নেতা জানান, আগামী ১০ সেপ্টেম্বর নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐক্যমত তৈরি, দশম সংসদ ভেঙে দেওয়াসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ২০ সেপ্টেম্বর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের চিন্তাভাবনা আছে জোটের। ১১ অক্টোবর ব্যাংক লুটপাট, দুর্নীতি দমন, দুঃশাসনের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম দলগুলো।

এর আগে ৩০ আগস্ট মতবিনিময় হবে সিপিবি অফিসে। এদিন সামনের দিনগুলোর সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আরও বিশদ আলোচনা করা হবে। ৮ সেপ্টেম্বর প্রেসক্লাবে জোট থেকে একটি কনভেনশন করার চিন্তাভাবনাও চলছে। এই কনভেনশনে অন্যান্য দলের নেতা, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আমন্ত্রণ জানানো হবে।

গত ১৯ আগস্ট জোটের এক বৈঠকে এসব কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। জোটের একজন নেতা জানান, এই কর্মসূচিগুলো জানাতে সংবাদ সম্মেলন হতে পারে জোটের তরফে।

জোটের অন্যতম নেতা সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, আমাদের অনেকগুলো কর্মসূচি হয়েছে। আগামীদিনে আরও কর্মসূচি আসবে। নির্বাচন কমিশন, সচিবালয়ের সামনে কর্মসূচি আসবে আগামী মাসে। এই মাসেও একটা হওয়ার কথা ছিলো।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই আট বাম দল মিলে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠন করে। দল আটটি হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।

বাংলাদেশ সময়: ৯:৪১:২১   ৫৫৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ