খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যসহ ৬ জন

Home Page » জাতীয় » খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যসহ ৬ জন
বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮



ফাইল ছবি  বঙ্গ-নিউজ: পবিত্র ঈদুল আজহার দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যসহ ৬ জন। কারাগারে এই ৬ জন আত্মীয়-স্বজনদের সঙ্গে কিছুটা সময় কাটান খালেদা জিয়া। এ সময় তিনি আত্মীয়-স্বজনদের খোঁজ খবর নেন।

কারা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে আজ বুধবার (২২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে তার পরিবারের ছয় সদস্য কারাগারে ঢোকেন। সাক্ষাৎ শেষে বিকাল ৫টা ১০ মিনিটে কারাগার থেকে স্বজনরা বেরিয়ে যান। এর আগে দুপুর ২টা ২০ মিনিট থেকে কারাফটকে অপেক্ষা করেন তারা।

প্রথমে খালেদা জিয়া স্বজনদের ২০ জনের একটি তালিকা কারা কর্তৃপক্ষের কাছে দেয়া হলেও ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছিলেন ছয়জন। বাকিরা কারাফটক থেকেই ফিরে যান।

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তার মেয়ে জাফিয়া রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন এস্কান্দার, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু।

সূত্র জানায়, সাক্ষাতে খালেদা জিয়া বোন, ভাবি ও স্বজনদের বুকে জড়িয়ে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি স্বজনদের নাম ধরে ধরে সবার খোঁজ-খবর নেন। জানতে চান পরিবার ও স্বজনদের শিশুরা কেমন আছে, ঈদ কেমন কাটছে।

এদিকে ঈদের দিনেও কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি দলের সিনিয়র নেতারা। বুধবার দুপুরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে পুলিশের বাধার মুখে তারা ফিরে এসেছেন।

ঈদের নামাজ শেষে দুপুর সাড়ে ১২টায় দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পুরনো কারাগারের নাজিম উদ্দীন রোডে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস কিন্তু আগে থেকেই নাজিম উদ্দীন রোডের মাথায় ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। সেখানেই বিএনপি নেতাদের আটকে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ৮:০৮:৫২   ৫০৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ