মুখোশপরা ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে এক সেনা সদস্য নিহত

Home Page » জাতীয় » মুখোশপরা ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে এক সেনা সদস্য নিহত
রবিবার, ১৯ আগস্ট ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: ঝিনাইদহে মুখোশপরা ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, নিহত সেনা সদস্য সাইফুল ইসলাম টাঙ্গাইল ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি ৮ আগস্ট বাড়ি আসেন। চলতি মাসের ২৭ আগস্ট কর্মস্থলে যোগদান করার কথা ছিল তার।

তিনি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ইতোমধ্যে ল্যান্সকর্পোরাল পদে পদোন্নতি হয়েছে সাইফুলের। তার স্ত্রী মাগুরার শাম্মি খ্যাতিমান ক্রীড়াবিদ। তাদের হামজা ও আবু হুরাইরা নামে দুটি সন্তান রয়েছে।

জানা যায়, নিহত সেনা সদস্য মোটরসাইকেলে শ্বশুর শামছুল ইসলাম এবং ছোট ভাই নৌবাহিনীর সদস্য মনিরুলকে নিয়ে চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ বাজার থেকে নিজ গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের পুলিশ ফাঁড়ির কাছে ফাঁকা মাঠে ৭-৮জন ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে।

ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে শ্বশুর ও ছোট ভাই পালিয়ে যেতে সক্ষম হন। সেনা সদস্য সাইফুলকে এ সময় হাতের নাগালে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে ও তার গলায় আঘাত করে ডাকাত দল। এতে গুরুতর আহত হয় সে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালের নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ৮:০৪:২০   ৪১২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ