ভাঙ্গায় আওয়ামীলীগের বহিঃস্কৃত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় আওয়ামীলীগের বহিঃস্কৃত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা
শনিবার, ১৮ আগস্ট ২০১৮



ভাঙ্গায় আওয়ামীলীগের বহিঃস্কৃত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আওয়ামীলীগের বহিঃস্কৃত সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে শনিবার সকালে চাঁদাবাজী মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে মামলার বাদী দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার প্রিন্সিপাল আহম্মেদ মাসুদ সাংবাদিকদের বলেন, গত ১৪ই আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার মডেল উন্নয়নের লক্ষে ১৬ কোটি টাকা বরাদ্দ হয়, বিল্ডিং এর কাজ চলা কালীন অবস্থায় জোরপূর্বক বাধা দিয়ে মাদ্রাসার বিল্ডিং এর কাজ বন্ধ করে দেয়, মাদ্রাসার উন্নয়নের কাজ বিঘœ করতে নগদ পাঁচ লক্ষ টাকা চাঁদাদাবী এবং মাদ্রাসা কমিটির সভাপতি দাবী করে। দাবী অমান্য করায় প্রকাশ্য দিবালোকে উপজেলা আওয়ামীলীগের বহিঃস্কৃত সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, মো: সাইদুল রহমান সহ পাঁচ/ছয় জন ব্যক্তি আমাকে প্রাণনাসের হুমকি দেয়। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে বিগত ২০১৩ সালের ৭ই এপ্রিল ভাঙ্গায় হেফাজতে ইসলামের মামলায় মিথ্যা আসামী করে বিভিন্নভাবে হয়রানী করেছে এবং এই মামলায় অন্যান্য আসামীদের কাছ থেকে অনৈতিকভাবে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তিনি সঙ্কিত হয়ে বলেন, আমি নিরাপত্বা হীনতা অনুভব করছি এজন্য প্রশাষণের নিকট আমার নিরাপত্বা চাই, আমি এর সঠিক বিচার চাই। এবিষয়ে মামলার আসামী ফাইজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, মামলার বাদী হেফাজতে ইসলামের এক নম্বর আসামী ছিল। এই মাদ্রাসা কমিটির আমি সভাপতি এবং সাইদুল কোষাধ্যক্ষ। আমরা গত ১২ই আগস্ট মাদ্রাসা কমিটির ফান্ডের টাকা অনিয়মের অভিযোগ পাই, পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিত অভিযোগ দিয়েছি। এব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, মামলা দায়ের করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৮   ৩২৭৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ