বঙ্গবন্ধুকে হত্যার প্রতিরোধ গড়ার জন্য মা থেকে অনুপ্রেরণা পান কাদের সিদ্দিকী

Home Page » জাতীয় » বঙ্গবন্ধুকে হত্যার প্রতিরোধ গড়ার জন্য মা থেকে অনুপ্রেরণা পান কাদের সিদ্দিকী
শনিবার, ১৮ আগস্ট ২০১৮



 

 

ফাইল ছবি

বঙ্গ-নিউজ: ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রতিবাদে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ পরিচালনা করেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তার নেতৃত্বে সেই প্রতিরোধ যুদ্ধে অস্ত্রহাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ১৭ হাজার মুজিবভক্ত। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রতিরোধ গড়ার জন্য মা থেকে অনুপ্রেরণা পান বলে জানিয়েছেন কাদের সিদ্দিকী নিজেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক শো অনুষ্ঠানে এসে বঙ্গবন্ধু হত্যার আগে ও পরের ঘটনার বর্নণা তুলে ধরেন কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু মারা যাওয়ার খবর সকালে আমি ছোটবোনের কাছ থেকে পাই। সে বলল, আপনি বাড়ি ছেড়ে চলে যান, ক্যু হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে। আমার বিশ্বাস হয়নি। তখন বলল, রেডিও ধরেন। এরপর রেডিও ধরে শুনলাম, দেশে সামরিক শাসন জারি করা হয়েছে, শেখ মুজিবের সরকারকে উৎখাত করা হয়েছে। এটা শোনার পরে আমার কেমন লেগেছে আমি বলতে পারবো না। এর ১০ মিনিট পরে বাড়ি থেকে বেরিয়ে গেছি।’  ছবি সংগৃহীত  ‘কয়েক জায়গায় থাকার পরে মোহাম্মদ মোদাব্বের নামের এক সাংবাদিকের বাড়িতে ছিলাম দুপুর পর্যন্ত। সেখান থেকে খোঁজখবর নেয়া শুরু করলাম। আমার সঙ্গে তখন সৈয়দ নজরুল ইসলামের কথা হয়েছে। এরপর কথা হয়েছিল মনসুর ভাইয়ের সঙ্গে। তার কথা আমার সারাজীবন মনে থাকবে। তিনি বলেছিলেন, তুমি যা করবে তার সঙ্গেই আমি থাকবো, আমাকে ডাকলেই তুমি পাবে। ওই রাতেই আমরা একটা লিফলেট করেছিলাম, কামাল, জামাল ও রাসেলকে হত্যা করতে পারলেও আমি কাদের সিদ্দিকি তার (বঙ্গবন্ধু) চতুর্থ সন্তান, বঙ্গবন্ধুর হত্যা বদলা আমরা নেবই, নেব’, বলেন তিনি।

কাদের সিদ্দিকি বলেন, ‘দু’দিন পরে মা এসেছিলেন আমার কাছে। উনি পিজি হাসপাতালে ছিলেন। মা আমাকে তখন বলেছিল, তুই এখনও ঘরে? ঘর থেকে ধরলে তোকে মেরে ফেলবে। তখন আমি কাঁদতেও পারবো না। তুই এখনই বেরিয়ে যা, রাস্তা থেকে তোকে ধরার পর যদি মেরে ফেলে, আমি কাঁদতে পারবো, বলতে পারবো, বঙ্গবন্ধুর জন্য প্রতিবাদ করতে যেয়ে আমার ছেলে মারা গেছে। কথাটা আমাকে ভীষণভাবে শক্তি দিয়েছিল। আমি সঙ্গে-সঙ্গেই বেরিয়ে গিয়েছিলাম ঘর থেকে।’

তিনি বলেন, ‘আমার প্রথম মনে হয়েছিল, সীমান্তে যাওয়া দরকার। আমাকে একটা নিরাপদ জায়গায় অবস্থান করা দরকার। আমি জামালপুর হয়ে সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটার পথ পায়ে হেটে কামালপুরের তন্তর বলে একটা ভারতীয় ক্যাম্পে গিয়েছিলাম। তারপরের ইতিহাস ভীষণ লম্বা। সেগুলো আর বলতে চাই না। প্রায় আড়াই বছর আমি বাংলাদেশের সীমান্তে ছিলাম।’

বঙ্গবীর বলেন, ‘বঙ্গবন্ধুকে বড় বেশী ভালোবাসতাম। এখনও বাসি কিন্তু তখনকার বাসা আর এখনকার বাসা একটু পার্থক্য অবশ্যই আছে। এখন ভালোবাসাটা ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, স্ত্রীর মধ্যে, দেশের মধ্যে, বাস্তব অবস্থার মধ্যে কিছুটা হলেও ভাগ হয়েছে। তখন এর কিছুই ছিল না। ৯০ ভাগ ছিল বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা।’

তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম, যারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে, তারা আমাকে হত্যা না করলে আমি বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত না। আমি যে একেবারে সৎ, নিষ্ঠাবান, এটা প্রমাণ হয় না। আমার মনে হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যা মানে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা। সেজন্য আমি প্রতিবাদ করেছিলাম, প্রতিরোধ গড়ে তুলেছিলাম। তারা যদি রাজনৈতিক রাস্তা খোলা রাখতো, তাহলে আমি রাজনৈতিকভাবেই করতাম।’

‘একটি জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, যদি আমরা প্রতিবাদ না করতাম, আজকে যে আওয়ামী লীগ আছে, সে আওয়ামী লীগ থাকতো না। যদি খন্দকার মোশতাক দীর্ঘ সময় ক্ষমতায় থাকতো, তাহলে খন্দকার লীগ হত, শেখ হাসিনা আজকে যে লীগকে পরিচালনা করছেন, সেটা হত না। আমরা সেজন্য প্রতিবাদ করেছিলাম, বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।’

বাংলাদেশ সময়: ৮:২০:৩৬   ৬০৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ