মনজুর আহমদ এর বঙ্গবন্ধু কে নিয়ে দুটি কবিতা

Home Page » বিবিধ » মনজুর আহমদ এর বঙ্গবন্ধু কে নিয়ে দুটি কবিতা
বুধবার, ১৫ আগস্ট ২০১৮



---১।

★বঙ্গবন্ধু★★
মনজুর আহমদ
কলমাকান্দা,নেত্রকোনা
কদিন আগেও বাংলা ছিল
ব্রিটিশ শাসন ঘিরে,
জীবন ছিল নিষ্পেষিত
দূঃখ কষ্ট ভিড়ে।

নিজের দেশে আর কতদিন
থাকব পরের গোলাম,
যুদ্ধ করে শত্রু লড়ে
আমরা স্বাধীন হলাম।

যুদ্ধ করে স্বাধীন হয়েও
হলাম পরাধীন,
অত্যাচারে জর্জরিত
স্বপ্ন হলো লীন।

পাকিস্তানি কি বেইমানি
করতো মোদের সাথে,
আমটা খেয়ে চেটেপুটে
আঁটি দিত হাতে।

কল কারখানা সবি চালায়
আমার দেশের শ্রমিক,
লাভ আসে যা লুট করে নেয়
কোন সে নিয়ম মাফিক!

দেশ শাসনে সেনা সৈন্যে
তারাই বড় পদে,
বাঙ্গালি সব দিন মজুর আর
রাত্র দিনে কাঁদে।

বাঙ্গালিদের ধ্বংস করতে
ফন্দি আঁটে তারা,
উর্দু বলা বাধ্য করে
নইলে বন্দি কারা।

মায়ের ভাষা মায়ের মতই
যায় কী তারে ভোলা?
যতই তারা আঘাত হানুক
ছুড়ুক বারুদ গোলা।

এমন সময় একটি যুবক
টুঙ্গি পাড়া গ্রামে,
চিনতো সবাই, ডাকতো তারে
“বঙ্গবন্ধু”নামে।

মন ছিল তাঁর অনেক উদার
গরীব দুখীর তরে,
ন্যায়ের কাজে সমাজ মাঝে
সর্বদা যায় লড়ে।

———————————–

২।কবি মনজুর আহমদ

‘তুমি ছাড়া ওহে!’”
মনজুর আহমদ
কলমাকান্দা,নেত্রকোনা।

(বঙ্গবন্ধু) আজ তুমি ছাড়া ওহে!
উদাস উদাস প্রাণ
সারাক্ষণ আনচান
জ্বলে দাবদাহে।

তুমি ছাড়া ওহে!
স্বাধীনতা যেন আশাহীন
নিরর্থক, নিষ্প্রভ মলিন,
কংকাল প্রাণ শুন্য দেহে।
তুমি ছাড়া আজ শোকের মাতম,
অন্ধকার, কুলষিত দেখি
আলোময় গৃহে।

উল্টো চলায় যার কাজ,
নিজ সম্ভ্রম বিকিয়ে ক্রয় করে যে
চির গোলামির তাজ।
অপায়া দুর্ভগা নাই লাজ।
সেতো বাদড়,
কি করে বুঝবে সে?
কি মূল্য তার?
যে চলে স্বাধীনতা রাহে।

আলোতে যার ভয়,
আঁধারেই করে বাস,
শটতা, কাপুরুষতার যে চির দাস,
সেতো চামচিকা,
জীবনের মানে যে বুঝে নাই
সেতো জীবন্ত এক লাশ।
কি করে জানবে সে
কি ছিলে তুমি?
এই বঙ্গ দেহে।

সেই বুঝবে তোমায়,সেই খোঁজবে,
যে স্বাধীনতাকামী, চির বিপ্লবী,
মাননীয় যে, সম্মান চাহে।
ভালবাসে যে নিজদেশে
দিতে জানে প্রাণ মন হেসে
কভু প্রাণ বলিদান করে উৎসাহে।
যে সব মেনে নিতে পারে,
তবে মানে না অপমান কভু
নিজ মা, মাতামহে।
মানে না পদলেহন, পরের গোলামি
প্রয়োজনে প্রাণ দহে।

তোমায় মনে পরে ওহে!
তুমি মিশে আছো বাংলায়
দেশ জাতি জনতায়
আবালবৃদ্ধ বনিতায়
কাঁদে আজ তারা প্রার্থনা গৃহে।

মনজুর আহমদ
ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
১৪/০৮/২০১৭

বাংলাদেশ সময়: ৮:৩৬:০৫   ২০৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ