মার্কিন কর্মকর্তাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা

Home Page » জাতীয় » মার্কিন কর্মকর্তাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা
মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নিষেধাজ্ঞা, যুদ্ধ ও আলোচনার ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, আমি জোর দিয়ে বলছি, আমেরিকার সঙ্গে যেমন যুদ্ধ হবে না তেমনি তার সঙ্গে আমরা আলোচনায়ও বসব না। এ খবর দিয়েছে পার্সটুডে।

আজ ১৩ আগস্ট (সোমবার) সকালে ইরানের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে যুদ্ধ হবে না, কারণ আমরা অতীতের মতোই কখনো আগে যুদ্ধ শুরু করব না। এ ছাড়া, মার্কিনীরাও আগে হামলা শুরু করবে না; কারণ সেক্ষেত্রে তারা শতভাগ ক্ষতির সম্মুখীন হবে। ইরানের জনগণ প্রমাণ করেছে, তারা যেকোনো আগ্রাসী শক্তিকে দাঁতভাঙা জবাব দেয়।

আমেরিকার সঙ্গে আলোচনার ব্যাপারে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, নিখুঁত বিশ্লেষণ, অতীত অভিজ্ঞতা এবং একটি প্রতারক ও আধিপত্যকামী শক্তির সঙ্গে আলোচনার ক্ষতির কথা বিবেচনা করে আমরা আমেরিকার সঙ্গে বৈঠকে বসব না।

তিনি পরমাণু সমঝোতাকে আমেরিকার সঙ্গে আলোচনার পরিণতির সুস্পষ্ট নমুনা হিসেবে উল্লেখ করে বলেন, আমেরিকার সঙ্গে বিশ্বের যে দেশই আলোচনায় বসেছে সে ক্ষতির সম্মুখীন হয়েছে। যদি আলোচনায় বসা দেশটি আমেরিকার তাবেদার হয় তাহলে ভিন্ন কথা। কিন্তু মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে ইউরোপীয়দের সঙ্গেও অসদাচরণ করেছে।

বাংলাদেশ সময়: ৮:৫৮:১৫   ৪৭৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ