আওয়ামী লীগ নয়, দেশবাসী সবাই বিএনপি আতঙ্কে:মাহবুব-উল-আলম হানিফ

Home Page » জাতীয় » আওয়ামী লীগ নয়, দেশবাসী সবাই বিএনপি আতঙ্কে:মাহবুব-উল-আলম হানিফ
রবিবার, ১২ আগস্ট ২০১৮



ফাইল ছবি  বঙ্গ-নিউজ: ক্ষমতাসীন সরকার জন-বিচ্ছিন্ন হয়ে বিএনপি আতঙ্কে ভুগতে শুরু করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি কী নিজেদের পাগলা কুকুর ভাবছে? যে সেই কারণে ভয় পাবো। বিএনপি যদি নিজেদের পাগলা কুকুর ভাবে তাহলে আওয়ামী লীগ নয়, দেশবাসী সবাই তাদের আতঙ্কে থাকবে।

শনিবার (১১ আগস্ট) দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে আওয়ামী সেচ্ছাসেবক লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে। আওয়ামী লীগ কেন আতঙ্কে ভুগবে? আতঙ্কে কারা ভোগে, আমরা আগে দেখেছি গ্রাম পর্যায়ে, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। এই জলাতঙ্ককে সবাই ভয় পায়। বিএনপি কী পাগলা কুকুর? সেই কারণে ভয় পাব? বিএনপি যদি নিজেদের পাগলা কুকুর ভাবে তাহলে আওয়ামী লীগ নয়, দেশবাসী আতঙ্কে থাকবে।

আওয়ামী লীগ-বিএনপি সংলাপ প্রসঙ্গে হানিফ বলেন, ষড়যন্ত্র করে সরকার পতনের আন্দোলন করবেন। অশুভ কার্যকলাপ করবেন আর মুখে সংলাপের কথা বলবেন। আপনাদেরকে ষড়যন্ত্রের পথ পরিহার করতে হবে। তারপর সরকার ভেবে দেখবে আলোচনায় বসা যায় কী না? ষড়যন্ত্র করে আলোচনায় বসার সুযোগ নেই। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে আগস্ট মাসের সফলতা পেয়ে ছিলেন। সেই সফলতা দ্বিতীয় বার আর হবে না। আমরা বিএনপির মুখোশ উম্মোচন করে ছাড়বো। এরা পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের দালাল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের অনেকের রায় কার্যকর করা হয়েছে। এখনো কিছু হত্যাকারীর বিচার হয়নি। এখনো যারা বিদেশে অবস্থান করে আছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙ্গালী জাতিকে অভিশপ মুক্ত করা হবে।

শিক্ষার্থীদের পুঁজি করে হঠাৎ বিএনপি জামায়াতের অশুভ শক্তি এবং ১/১১ কুশীলবরা তৎপর হয়ে উঠেছে। কী কারণে আওয়ামী লীগ অফিসে হামলা করা হলো? কারা নেতৃত্ব দিয়ে পাঠিয়েছে হামলা করতে। সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছিল। আজ আমাদের হাতে সেই তথ্য এসেছে। প্রায় ৪-৫ শত ফেসবুক আইডির মাধ্যমে নানান ধরণের মিথ্যাচার করে ছাত্রদের উস্কিয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরো বলেন, আজকে অনেকে মায়া কাঁন্না কাঁদছে, ছাত্রলীগের নামধারীরা এই হামলা করেছে। কোথায় ছাত্রলীগ গিয়েছে হামলা করতে? আওয়ামী লীগের অফিসে হামলা করতে বাধা দেওয়া নেতাকর্মীদের দায়িত্ব। হামলার বাধা দেওয়া কী হামলা হয়। হামলা কারা করেছিল? বিএনপি-জামায়াত মিথ্যাচার করে শিক্ষার্থীদের ন্যায্য দাবির উপর ভর করে আবারও সহিংসতা করার চেষ্টা করেছে।

আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ নাথ।

বাংলাদেশ সময়: ৮:২৪:১২   ৪৯৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ