অন্ধের আলো - রূপকথা

Home Page » সাহিত্য » অন্ধের আলো - রূপকথা
বুধবার, ৮ আগস্ট ২০১৮



অন্ধের আলো
লক্ষ্মী সোনা চাঁদের কনা
করিসনা আর দস্যিপনা,
আমার মনে সূর্য উঠিস
আশার আলো নিয়ে।
জীবন আমার ধন্য যে হয়
তোরি পরশ পেয়ে।
তোকে ছেড়ে অন্য কোথাও
যেতে বলিস না
আমি যে তোর মা।
তুই যে আমার সাত রাজার ধন
আশার স্বপন মানিক রতন।
তুই যে আমার রৌদ্র তাপে
ভালোবাসার আদর মাখা ছাতা।
তুই যে আমার আঁধার রাতে
আলোর প্রদীপ একমাত্র বাতি।
তুই যে আমার অন্ধের লাঠি
ভালোবাসার স্বপ্নে বোনা খুঁটি।
তোকে মানুষ করার আগে
নেই যে আমার ছুটি।
তুই যে আমার সুখের নিঃশ্বাস
জগৎ আলোময় করবি,
আছে এ বিশ্বাস।
বড়ো হয়ে জ্ঞানী গুণী হবি
এই তো মায়ের চাওয়া।
গরীব মানুষদের বাসলে ভালো
হবে যে সব পাওয়া।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৬   ৭২৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ