বিশ্বাসের বঞ্চনা - মুর্শিদা আক্তার রজনী

Home Page » সাহিত্য » বিশ্বাসের বঞ্চনা - মুর্শিদা আক্তার রজনী
মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮



 ফাইল ছবি

মৃত্যুর ক্ষণকাল পূর্বে,
রবিদা,তুমি বুঝেছিলে-
‘সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।’

কিন্তু আজ,
জীবনের সূচনালগ্নে এসে,
সত্যকে ভালোবেসে,
বিশ্বাসকে ধারণ করে,
বার বার দু’চোখের বারিধারা
বাঁধ ভেঙে বলে-
‘বিশ্বাস বড় কঠিন,
কঠিনেরে ভালোবেসেছিলাম,
সে পদে পদে করেছে বঞ্চনা।’

রবিদা,সত্যকে ভালোবাসতে কি
তোমার মতন জীবনসিমান্তে
পৌঁছতে হবে?হয়ত তাই।
কিন্তু তোমার মতো অতো বড়
প্রাণ,ধৈর্যের প্রখরতা থাকবে কি
এ ক্ষুদ্র মানবের?

বিশ্বাসের বঞ্চনা যখন
জীবন ধ্বংসের কাজে ব্যাপৃত হয়,
তখন নজরুলের মতো
বিদ্রোহী হয়ে উঠতে ইচ্ছে করে।

থাক্ না।তোমার ঐ স্থির চাহনি
স্থিরতার পরামর্শই তো দিয়ে যায়।
কিন্তু বিশ্বাস,এই কঠিনকে
ভালোবাসলে আরও বহু
বিশ্বাস ভঙ্গের কষ্টকেও
একই সাথে মেনে নিতে হবে।

জানি বিশ্বাসকে ভালো না বেসে
বাঁচতে পারবো না।
আমি বাঁচতে চাই,রবিদা।
তাই মেনে নিলাম।
তবু যেন সেই সত্যের সন্ধান পাই।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৯   ৮৫৭ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ