পুরস্কার বিজয়ী খ্যাতিমান ফটোগ্রাফার শহীদুল আলমকে আটক

Home Page » জাতীয় » পুরস্কার বিজয়ী খ্যাতিমান ফটোগ্রাফার শহীদুল আলমকে আটক
সোমবার, ৬ আগস্ট ২০১৮



 

 

ফাইল ছবি

বঙ্গ-নিউজ: পুরস্কার বিজয়ী খ্যাতিমান ফটোগ্রাফার শহীদুল আলমকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। চলমান নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে ফেসবুকে দেয়া পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালককে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ডিএমপির (ডিবি) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বার্তা সংস্থা ইউএনবি-কে জানান, চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে দেয়া পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শহীদুলকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি টিম।

এর আগে একদল যুবক শহীদুলকে বাসা থেকে তুলে নিয়ে গেছে দাবি করে দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান বলেন, রোববার রাত ১০টার দিকে কয়েকজন যুবক বাসায় ঢুকে তাকে একটি হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রাতে ধানমণ্ডি মডেল থানায় অপহরণের মামলা করতে যান তিনি। কিন্তু পুলিশ মামলা না নিয়ে অভিযোগ হিসেবে গ্রহণ করেছে।

তিনি জানান, ধানমণ্ডি-৯ এর ৩২ নম্বর বাসায় থাকেন শহীদুল আলম। তাকে নিয়ে যাওয়ার সময় বাসার সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে ওই যুবকরা। মাইক্রোবাসটির গায়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লোগো লাগানো ছিল।

এ বিষয়ে জানতে চাইলে রাত ২টার দিকে ধানমণ্ডি মডেল থানার এসআই মহিদুল বলেন, ‘তার স্ত্রী থানায় একটি অভিযোগ করেছেন। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসআই আলমগীর হোসেন বিষয়টি তদন্ত করে দেখছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ সময়: ১১:২৭:৪৭   ৫৩৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ