গুজব ছড়ানো হয়েছে এমন ২৮টি আইডি শনাক্ত:সাইবার ক্রাইম পুলিশ

Home Page » এক্সক্লুসিভ » গুজব ছড়ানো হয়েছে এমন ২৮টি আইডি শনাক্ত:সাইবার ক্রাইম পুলিশ
রবিবার, ৫ আগস্ট ২০১৮



বঙ্গ-নিউজ:  নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ফেসবুক ও টুইটার আইডি থেকে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে এমন ২৮টি আইডি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এবার ওই আইডিগুলোর মালিকদের আইনের আওতায় আনতে রাতেই অভিযান চালাবে পুলিশ।

 

 

ছবি সংগৃহীত

 

সাইবার ক্রাইম ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২৮ আইডির বিরুদ্ধে মামলা হয়েছে। আইডিগুলো থেকে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে কোমলতি শিশুদের মনকে নষ্ট করে তাদের খারাপ কাজের জন্য উৎসাহিত করা হচ্ছে। শিশুরা এ কাজে যুক্ত হচ্ছে না, কিন্তু একে পুঁজি করে বিভিন্ন দুষ্কৃতকারীরা শিশুদের মাঝে ঢুকে খারাপ কাজ করছে। অচিরেই আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। রাত থেকেই আইডির মালিকগুলোর বিরুদ্ধে অ্যাকশন চালানো হবে।

মামলায় এজাহারে বলা হয়, ফেসবুক ও টুইটার আইডিগুলো অসংখ্য শিক্ষার্থীর মৃত্যুর গুজব, নৌমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীর ভুল বার্তা ইত্যাদি সম্পর্কে ব্যাপক গুজব ছড়াচ্ছে। এসব আইডিগুলোর মধ্যে রয়েছে, জুম বাংলা নিউজ পোর্টাল, বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, অ্যাক্সিডেন্ট নিউজ, বাংলামেইল৭১, বাঁশেরকেল্লা, ফাইট ফর সারভাইভার্স রাইট, ফাঁকিবাজ লিংক, আন্দোলন নিউজ ইত্যাদি।

এছাড়া টু্ইটার আইডিগুলো হচ্ছে- রানা মাসুম-১ , নওরিন-০৭, দিপু খান বিএনপি, ইদ্রিস হোসেইন, এম আল আমিন-৯৯, বিপ্লবী কাজী, নাসিফ ওয়াহিদ ফায়জাল।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রোববার রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূরের দুটি বাস নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে বাস রাস্তার পাশের ফুটপাতে উঠিয়ে দেয় এবং এতে দুজন শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। আহত হন নয়জন। ওই ঘটনার পর থেকেই নিরাপদ সড়ক ও সহপাঠীর মৃত্যুর বিচার চেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে।

বাংলাদেশ সময়: ৯:০৪:০০   ৫১৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ