তুরস্কে শ্রমিক সংঘের ধর্মঘট

Home Page » বিশ্ব » তুরস্কে শ্রমিক সংঘের ধর্মঘট
সোমবার, ১৭ জুন ২০১৩



turkey-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ তুরস্কের শ্রমিক সংঘগুলো দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে। একই সাথে সরকারবিরোধীদের ওপর পুলিশের দমনপীড়নের নিন্দাও জানিয়েছে তারা।সোমবার পুলিশি নিপীড়নের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির কনফেডারেশন অব পাবলিক ওয়ার্কাস ইউনিয়ন (কেইএসকে) ও কনফেডারেশন অব প্রগেসিভ ট্রেড ইউনিয়নস (ডিআইএসকে)।

তুরস্কে এ আন্দোলন ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজিপার্ক রক্ষায় ২০ দিন ধরে অব্যাহত রয়েছে। পার্ক বিলুপ্ত করে বিপণিকেন্দ্র নির্মাণে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির তরুণ ও পরিবেশবাদীরা আন্দোলন করে আসছে।

আন্দোলনকারী তাকসিম স্কয়ারে অবস্থান নিলেও সরকারি বাহিনী পেশিশক্তি প্রয়োগ করে তাদের হটিয়ে দিয়েছে।

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেফ তায়েফ এরদোগান দমনপীড়নের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি আলোচনার প্রস্তাব দিলেও বিরোধীতা দমনপীড়নের কারণে তা প্রত্যাখান করেছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে হটিয়ে দেওয়ার পর ফের গেজি পার্কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কিন্তু রোববার ফের তাদের হটিয়ে দেয় পুলিশ। এ ঘটনার পরই ধর্মঘটের ডাক দেয় কেইএসকে ও ডিআইএসকে।

এক যৌথ বিবৃতিতে তুরস্কের লাখো শ্রমিকের প্রতিনিধিত্বকারী এ সংঘ দুটি জানায়, গেজি পার্ক থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদের প্রতিবাদে সোমবার তারা ধর্মঘট ডাকবে।

কেইএসকের মুখপাত্র বাকি সিনার বলেন, আমাদের দাবি হচ্ছে, শিগগিরই পুলিশের দমনপীড়ন বন্ধ করতে হবে।

এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে চিকিৎসক ও প্রকৌশলীদের সংঘগুলো।

গত ২৮ মে আন্দোলন শুরু হওয়অর পর কমপক্ষে চারজন নিহত ও পাঁচ হাজার জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:২০   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ