ঝটিকা মিছিল শেষে ফেরার পথে শিক্ষার্থীদের তল্লাশির মুখে রিজভী

Home Page » জাতীয় » ঝটিকা মিছিল শেষে ফেরার পথে শিক্ষার্থীদের তল্লাশির মুখে রিজভী
শুক্রবার, ৩ আগস্ট ২০১৮



 

ফাইল ছবি বঙ্গ-নিউজ: পবিত্র ঈদুল ফিতরের পর থেকে নানা সময় নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করতে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৩ আগস্ট) সকালের দিকে তিনি ধানমন্ডি এলাকায় এই ঝটিকা মিছিল করেন। আর ফেরার পথে শাহবাগ এলাকায় আন্দোলনকৃত স্কুল শিক্ষার্থীদের লাইসেন্স তল্লাশির মুখে পড়ে যান এই নেতা।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছে তার মধ্যে বুধবার থেকে শুরু হয়েছে ব্যাপকহারে লাইসেন্স তল্লাশি।

শুক্রবারও নগরীর বিভিন্ন এলাকায় এই তল্লাশি চালু আছে। আর সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন শিক্ষার্থী শাহবাগ মোড়ে রিজভীর গাড়ি আটক করে লাইসেন্স দেখতে চায়। তবে বিএনপির এই নেতা এ পরীক্ষায় পাস করেছেন।

শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স দেখতে চাইলে বিএনপি নেতা রিজভী হাত বাড়িয়ে লাইসেন্স দেখান। পরে গাড়িটিকে ছেড়ে দেয়া হয়।

এর আগের দিন বিজিবির দুটি, পুলিশ ও ঢাকা ওয়াসার একটি গাড়ির চালকের বিরুদ্ধে ছাত্ররা মামলা করে লাইসেন্স না থাকায়। আবার পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গাড়ি চালক লাইসেন্স দেখাতে না পারার পর মন্ত্রী সেই গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে করে গন্তব্যে যান।  ছবি সংগৃহীত

এর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। লাইসেন্স দেখাতে রাজি না হওয়ায় আসাদ গেট এলাকায় একজন পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিতও হতে হয়েছে। আর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় লাইসেন্স দেখাতে রাজি না হওয়ায় এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

ছুটির দিনও নগরীর বিভিন্ন এলাকা এমনকি মোহাম্মদপুরের অলি-গলিতেও লাইসেন্স তল্লাশি করতে দেখা গেছে। তবে শাহবাগে শিক্ষার্থীদেরকেও পড়তে হয়েছে তল্লাশিতে। ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী গাড়ির লাইসেন্স পরীক্ষা করতে শুরু করলে পুলিশও শিক্ষার্থীদের পরিচয়পত্র পরীক্ষা করে। পরিচয়পত্র না থাকায় বেশ কয়েকজনকে আটকে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৮:১৭:০৭   ৫৫৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ