বাস নেই ঢাকার সড়কে ; নিরাপদ সড়কের দাবি

Home Page » অর্থ ও বানিজ্য » বাস নেই ঢাকার সড়কে ; নিরাপদ সড়কের দাবি
শুক্রবার, ৩ আগস্ট ২০১৮



বাস নেই ঢাকার সড়কে ; নিরাপদ সড়কের দাবি

বঙ্গ-নিউজঃ     নিরাপদ সড়কের দাবিতে সড়কে টানা পাঁচ দিন আন্দোলনের পর ছুটির দিন শুক্রবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহণের সঙ্কট চলছে।

জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের অটোরিকশা ও রিকশায় অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে বলে সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা দেখতে পেয়েছেন।

পরিবহন মালিকরা বলছেন, ভাংচুরের কারণে তারা বাস নামাননি। তবে এদিন সকাল ১১টা পর্যন্ত যাত্রাবাড়ির রায়েরবাগ ছাড়া কোথাও শিক্ষার্থীদের সড়কে নামতে দেখা যায়নি।

গত ২৯ জুলাই বাসচাপায় দুই কলেজছাত্রের মৃত্যুর পর সড়কে নেমে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে বেশ কিছু গাড়িও ভাংচুর হলে বাসের সংখ্যা কমে যায়।

বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছিল।

শুক্রবার সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে কোনো বাসের দেখা না মিললেও হাতেগোনা কিছু অটোরিকশা এবং রিকশা চলছিল।

ধানমণ্ডি এলাকায় কোনো বাস চোখে পড়েনি।
জিগাতলা বাস স্ট্যান্ডে অপেক্ষারত মোজাম্মেল হোসেন  বলেন, পৌনে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মোহাম্মদপুর যাওয়ার কোনো বাস পাননি তিনি।

গুলিস্তান যাওয়ার জন্য খামারবাড়ি মোড়ে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস না পাওয়ার কথা জানান ব্যবসায়ী ইসমাইল হোসেন।

ক্ষোভের সুরে তিনি বলেন, “বাস তো নাই, দু’একটি সিএনজি পাওয়া গেলেও তিন-চারগুণ বেশি ভাড়া চাইছে, এভাবে আর চলে না।”

মেরুল বাড্ডা এলাকায় এক ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে সফটওয়্যার প্রকৌশলী সুজন মিয়া ক্ষোভ প্রকাশ করেন। আর রামপুরা ব্রিজ থেকে উত্তরবাড্ডায় আত্মীয়ের বাসায় যেতে আধঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে হেঁটেই রওনা হন এনজিও কর্মকর্তা কামরুল ইসলাম।

গুলিস্তান থেকে নতুন বাজার রোডে চলাচলকারী বন্ধু পরিবহনের চালকের একজন সহকারী জানান, গাড়ি বের না করতে বৃহস্পতিবার রাতেই মালিকরা নিষেধ করে দিয়েছেন।

মতিঝিল-মোহাম্মদপুর রুটের মৈত্রী পরিবহনের মালিক মো. মজনু শুক্রবার সকালে  বলেন, “নিরাপত্তাজনিত কারণে এবং শিক্ষার্থীদের অতিমাত্রায় বাড়াবাড়ি ফলে ঢাকায় সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”
গত চার দিন ধরে তাদের কোনো বাস ঢাকার রাস্তায় চলছে না বলেও জানান তিনি।

ঢাকার আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাসও ছাড়ছে না।

ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আব্দুল হক বলেন, “নিরাপত্তা না থাকায় অঘোষিতভাবে বাস চলাচল বন্ধ আছে।”

ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের পথে ইউনিক পরিবহনের কোনো বাস চলছে না।

এর মধ্যে যাত্রাবাড়িতে আড়তের সামনে পরিবহন শ্রমিকদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে। তারা কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছেন না।

এ বিষয়ে আব্দুল হক বলেন, “গাড়িবন্ধ থাকায় তারা যাত্রাবাড়ির সড়কে দাঁড়িয়ে আছে, এটা অবরোধ বা সে ধরনের কিছু না।”

বাংলাদেশ সময়: ১১:৪০:০৪   ৮৬৩ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ