দারিদ্র্য কমায় বাংলাদেশকে পুরস্কার

Home Page » এক্সক্লুসিভ » দারিদ্র্য কমায় বাংলাদেশকে পুরস্কার
সোমবার, ১৭ জুন ২০১৩



fao-300x195.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বাংলাদেশকে বিশেষভাবে পুরস্কৃত করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।রোববার রোমে অবস্থিত এফএও’র সদর দফতরে সংস্থাটির ৩৮তম কনফারেন্সে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশকে ‘ডিপ্লোমা অ্যাওয়ার্ড’ দেয়া হয়।
এবার বাংলাদেশসহ ২০টি দেশ ‘ডিপ্লোমা অ্যাওয়ার্ড’ লাভ করে।
রোম সফররত খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বাংলাদেশের পক্ষে এফএও’র মহপরিচালক হোসে গ্রাজিয়ানো ডি সিলভার কাছ থেকে এ পুরস্কার নেন।
অনুষ্ঠানে বিশ্বের ১৯৪টি দেশের মন্ত্রী ও শীর্ষকর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদাত হোসেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নাসের ফরিদ, ইকনোমিক কাউন্সেলর ড. মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের প্রথম লক্ষ্য ছিল ২০১৫ সালের মধ্যে চরম দারিদ্র জনসংখ্যা অর্ধেকের বেশি কমিয়ে আনা। বাংলাদেশ ২০১২ সালের মধ্যেই এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ১৯৯০-১৯৯২ সনে বাংলাদেশের চরম দারিদ্র্য লোকের সংখ্যা ছিল তিন কোটি ৭২ লাখ। ২০১২ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৩ লাখ। শতকরা হিসাবে চরম দারিদ্র্য জনসংখ্যা ৩৭ দশমিক ছয় ভাগ থেকে ১৬ দশমিক আট ভাগে কমিয়ে আনা সম্ভব হয়েছে।
বাংলাদেশ ছাড়াও এশিয়ার ইন্দোনেশিয়া ও জর্দান এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৩   ৫২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ