স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃ-ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান ।
গেল সোমবার (২৩ জুলাই) বংশীকুণ্ডা বাজারে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে সভার আহবান করা হয়।
এতে উপস্থিত ছিলেন মধ্যনগর থানা কমিটির সভাপতি ,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ।
জোড়ালোভাবে সবাইকে না জানিয়ে ঐ কমিটি গঠনের অপ্রচেষ্টা চালানোর অভিযোগ ওঠায় তাৎক্ষনিকভাবে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দের নির্দেশে কমিটি গঠন স্থগিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিকলীগের নেতা জানান, মধ্যনগর থানা শ্রমিকলীগের সভাপতি গোপনে পকেট কমিটি গঠনের জন্য শ্রমিকলীগের সক্রিয় নেতাদের বাদ দিয়ে ইউনিয়ন যুবলীগের এক সদস্যকে আহবায়ক বানানোর চেষ্টা চালাচ্ছেন। আমরা চাই শ্রমিকলীগের সক্রিয় নেতাদের কে দিয়ে সকলের উপস্থিতিতে একটি সুন্দর কমিটি গঠন করা হবে।
ঐ কমিটির আহবায়ক প্রার্থী রমেন্দ্র চন্দ্র তালুকদারের সাথে আলাপকালে তিনি জানান, আমি বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক প্রার্থী। আমার প্রত্যাশা এই কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমিকলীগের সক্রিয় সদস্যদের মাধ্যমে গঠন করা হবে।
দীর্ঘদিন শ্রমিকলীগের সক্রিয় কর্মকান্ডে জড়িত শ্রমিকলীগ নেতা পলাশ মিয়া বলেন, আমাদের ইউনিয়নে(বংশীকুণ্ডা) এই পর্যন্ত কোনো শ্রমিকলীগের কমিটি হয়নি। আমি শ্রমিকলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই বিষয়ে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ অবগত আছেন। এবং শ্রমিকলীগের সক্রিয় নেতাকর্মীদের নিয়ে গঠনতন্ত্রের আলোকে কমিটি করলে ভালো হয়।
মধ্যনগর থানা শ্রমিকলীগের সভাপতি এস এম শামছুদ্দিন মাস্টার প্রতিবেদকে জানান, গেল ২৩ জুলাই আহবায়ক প্রার্থী দুইজন থাকাতে কমিটি ঘোষনা স্থগিত করা হয় । আজ বুধবার ২৫ জুলাই বিকাল ৪টায় ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হবে।
এই বিষয়ে মধ্যনগর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মনতোষ সরকার বলেন, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন নিয়ে অনেক সমস্যা রয়েছে। মাননীয় সংসদ সদস্য(সুনামগঞ্জ-১)সহ জেলা নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করছি।আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনে আছেন এমন কাউকে শ্রমিকলীগের কমিটিতে রাখার সুজোক নেই। যারা দীর্ঘদিন যাবৎ ঐ ইউনিয়নে শ্রমিকলীগে সক্রিয় তাদের নিয়ে কমিটি গঠন করা হবে।
আজ বিকালে কমিটি ঘোষনা করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ,এই বিষয়ে আমি অবগত নই।তাছাড়া এভাবে কমিটি ঘোষনা করা হলে তা যথাযথ হবে বলে আমি মনে করিনা।
মধ্যনগর থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক জনি জানান, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠনের ব্যাপারে গত সোমবার ২৯ জুলাই বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে আলোচনায় বসেছিলাম। আহবায়ক প্রার্থী দুুজন থাকাতে আমরা কোনো প্রকার সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। ঐ ইউনিয়নে কমিটি গঠন নিয়ে যতেষ্ট বিতর্ক রয়েছে।বর্তমান পরিস্থিতিতে,সমাস্যা গুলো সমাধান না করে কমিটি ঘোষনা করলে সংগঠন ক্ষতিগ্রস্থ হতে পারে।
বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন শ্রমিকলীগ তৃণমূল নেতাদের দাবি,সকলকে নিয়ে বর্ধিত পরিসরে আলোচনা সাপেক্ষে গ্রহনযোগ্য একটি কমিটি করা হোক।
বাংলাদেশ সময়: ১১:৩২:১৩ ১২০৯ বার পঠিত