মাফরূহা বেগমের ৪ টি কবিতা

Home Page » সাহিত্য » মাফরূহা বেগমের ৪ টি কবিতা
সোমবার, ২৩ জুলাই ২০১৮



---

 ১। অভিনয়

তখন থেকেই চলেছে অভিনয়,
আমার দোলনায় উঠার স্বপ্নদেখা যখন শেষ হয়েছিল।
ঠিক তখন থেকে চলেছে চলার অভিনয়,বেচে থাকার অভিনয়,
জীবন ধারনের অভিনয়,সুখ দু:খের অভিনয়-ইত্যকার বিভিন্ন অভিনয়।
মনে হয় এই পৃথিবীর রঙ্গমন্চে
আমরা সবাই অভিনেতা-অভিনেত্রী।
নিজ নিজ ভূমিকায় সবাই
করে চলেছি অভিনয়,দিন
থেকে রাত,রাত থেকে দিন।
একই ছকবাধা নিয়মে।
করে চলেছি ভালোলাগা,
ভালোবাসার অভিনয়,
হাসি কান্নার অভিনয়,
দায় ও কর্তব্যের অভিনয়।
এইভাবে চলতে চলতে ক্রমশঃ
বৃত্ত থেকে বিন্দুতে পরিনত হয়ে
বিলীন হয়ে যাচ্ছি।
আবার চক্রক্রম,নূতন অভিনয়ের পালা।

২।স্বপ্নগুলো
স্বপ্নগুলো আকাশ ছুতে চায়,
ওই যে উচু আকাশটারে
কেমনে নাগাল পাই?
স্বপ্ন গুলো আকাশ ছুতে চায়।
স্বপ্নগুলো উড়ছে দূরে
পাখপাখালীর পাখায়
মাটির মায়া ছেড়ে ওড়ে
তাল তমালের শাখায়,
ধরতে তারে সাধ যে বড়
ধরা যে না যায়
স্বপ্নগুলো আকাশ ছুতে চায়।
স্বপ্নগুলো ভাসছে শুধুই
অঘ্রাণের এই দিনে
উথাল পাতাল মাতাল হাওয়ায়
সুর বাজে তার বীনে
উজ্জল এক রোদের মেলায়
মেতেছে কোন রঙের খেলায়
দেখছি আমি এই আমাতে
আমি যে আর নাই
স্বপ্নগুলো আকাশ ছুতে চায়।

৩। একদিন বৃষ্টি নামবে
একদিন বৃষ্টি নামবে এখানে।
এই বৈশাখের প্রচন্ড তীব্রতা
আর দাবদাহ প্লাবিত করে একদিন।
আকাশের হাতে ধরা আছে
অঢেল জলরাশি।
মেঘেরা অদৃশ্য লিপিতে পাঠাচ্ছে
বৃষ্টির খবর।
এই অসহ্য সময় অতিক্রান্ত শেষে বৃষ্টির অমিয় ধারা
নিঃশেষে উজাড় করে নামবে
তোমাদের জন্য এই জনপদে।
অবশেষে অবসান হবেই
এই ক্লান্তিকর নিরাশার আগ্রাসী দাপট।
মরা নদী,খাল জাগবে,
ভাসবে বন্যার প্লাবনে।
হাজামাজা বিল জেগে উঠবে,
নূতন শস্যের প্রতিশ্রুতি নিয়ে।
এখন একটুখানি ধৈর্য্য ধরো তোমরা সবাই,
দেখবে নূতন আশার আলো।
বৃষ্টি নামবেই এই আগুনে
হাওয়ার অসহ্য দাপটকে প্রতিহত করতে।
আজ হোক বা কাল হোক-
একদিন।

৪।স্বাধীনতা
স্বাধীনতা,সে আত্মার অনাবিল প্রশান্তি,
বোবা মুখের ভাষা,
সে দামাল ছেলের দূর্জয় সাহস,
কিশোরীর প্রগলভতা।
সে মুক্ত বিহঙ্গের প্রানাবেগ,
বাধভাঙ্গা বন্যার স্রোত,
অর্গলহীন অবাধ দূয়ার,
জয়ের উন্মাদনা।
স্বাধীনতার লাল সূর্য্যটা জ্বলে
সবুজ পতাকার পটভূমিতে।
ওড়ে পত্ পত্ করে মুক্ত বাতাসে, আলো ছড়ায় বাংলার প্রানে।
কি উদার,কি বিশাল তার
মহিমার ব্যাপ্তি,
কি ব্যাকুল আবেগে,কি বিপূল উচ্ছাসে ভরে দেয়
কোটি কোটি মানুষের প্রান।
স্বাধীনতা-সেতো বাংলার
মানুষের চেতনায় প্রস্ফুটিত
এক বিশাল লাল শাপলা।

বাংলাদেশ সময়: ২:৩১:০৮   ৭৮৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ