সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর ৭১২ কোটি টাকার বিশেষ বরাদ্দ

Home Page » এক্সক্লুসিভ » সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর ৭১২ কোটি টাকার বিশেষ বরাদ্দ
রবিবার, ২২ জুলাই ২০১৮



আল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টারঃ-ছবি-সংগ্রীহত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের বেহেলী নদীতে বরুণ রায় সেতুসহ ৭ টি উপজেলা সড়ক নির্মাণের প্রাথমিক জরিপ কার্যক্রম শেষ হয়েছে। এই উন্নয়ন প্রকল্পগুলোর কাজ হবে ডেভলপমেন্ট অব ইম্পরটেন্ট রুরাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (ডিরিপ)’এর আওতায়। এজন্য বরাদ্দ রয়েছে ৭১২ কোটি টাকা। গত ৭ মার্চ এই প্রকল্পের প্রকল্প পরিচালক বিপুল চন্দ্র বণিক সুনামগঞ্জে এসে সেতু নির্মাণের জন্য প্রাথমিক জরিপ কাজ শেষ করেছেন বলে এলজিইডি সূত্রে জানা গেছে।
এলজিইডি’র দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ডিরিপ’এর মাধ্যমে ধর্মপাশা থেকে জয়শ্রী, জয়শ্রী থেকে  গোলকপুর-কামিনীপুর হয়ে সাচনাবাজার পর্যন্ত ৩৫ কিলোমিটার বিটুমিনের সড়ক হবে। ইতিমধ্যে ২৭ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় এই ৩৫ কিলোমিটার সড়কের জয়শ্রী বাজারের পাশের সুমেশ্বেরী এবং এই সড়কের বুরাইয়া নদী ও বৌলাই নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
ডিরিপ প্রকল্পের আওতায় অন্য সড়কগুলো হচ্ছে- মধ্যনগর থেকে মহেষখলা-টেকেরঘাট-বাঙালভিটা পর্যন্ত ২৫ কিলোমিটার এবং বাঙালভিটা থেকে টেকেরঘাট-লাউড়েরগড়-সুনামগঞ্জ পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক । এই সড়কের যে অংশে ইতোপূর্বে সড়ক হয়েছে সেই অংশে নতুন করে কাজ হবে না এবং লাউড়েরগড় সেতু নির্মাণ প্রকল্প ইতিমধ্যে ২৭ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় একনেকে অনুমোদিত হয়েছে। এছাড়া তাহিরপুর-বাদাঘাট সড়কের ৮ কিলোমিটার এবং তাহিরপুর- সোলেমানপুর     পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের কাজ হবে। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সাচনাবাজার- বেহেলী সড়কের বেহেলী নদীর উপর ১৮০ মিটার দীর্ঘ ‘বরুণ রায়’ সেতু হবে।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.ছিদ্দিকুর রহমান বলেন,‘প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ ৭ সড়ক এবং একটি সেতু’র কাজ বাস্তবায়নের জন্য ডিরিপ প্রকল্পের ৭১২ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের পরিচালক মহোদয় সুনামগঞ্জে এসে সরেজমিন পরিদর্শন করেছেন। প্রাথমিক জরিপ কার্যক্রমও শেষ হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই প্রকল্পগুলো একনেকে অনুমোদিত হবে।’

বাংলাদেশ সময়: ১৮:১১:৪০   ১৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ