হাসুস’র ৩৩তম সাহিত্য আড্ডায় দক্ষিণ বংশীকুন্ডা শাখা ঘোষিত

Home Page » বিবিধ » হাসুস’র ৩৩তম সাহিত্য আড্ডায় দক্ষিণ বংশীকুন্ডা শাখা ঘোষিত
শুক্রবার, ২০ জুলাই ২০১৮



স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ হাওরের বিভিন্ন অঞ্চলেরর সাহিত্য প্রেমীদের নিয়ে গঠিত হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র দক্ষিণ বংশীকুন্ডা শাখা  আজ বেলা ৪.০০ ঘটিকায় বংশীকুন্ডা  কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার মিলনায়তনে ঘোষণা করা হয়েছে।এতে সভাপতিত্ব করেন হাসুস’র কেন্দ্রীয় সমন্বয়ক ও পাঠাগারের গ্রন্থাগারিক বিনতা কৃষ্ণ সরকার এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাসুস’র কেন্দ্রীয় সভাপতি কবি জীবন কৃষ্ণ সরকার,বংশীকুণ্ডা কলেজের প্রভাষক মোঃ আলমগীর হোসেন,বাউল কবি সুধীর রঞ্জন সরকার।দক্ষিণ বংশীকুন্ডা শাখার অর্থ সম্পাদক রাজীব হোসেন’র সঞ্চালনে শুরু হওয়া অনুষ্ঠানে গান,কবিতা,কৌতুকে অংশ গ্রহণ করে সুমন আহমেদ,আলমগীর হোসেন,শাহিন কাদির,রিদওয়ান হাসান,মানিকনূর,জাকারুল ইসলাম,ইয়াদুল ইসলাম,হামিমুর রহমান,রয়েল আহমেদ,রোখসানা আক্তার,সেতু আক্তার,ঝুমা আক্তার,রুনা আক্তার,আনোয়ার হোসেন।আলোচনায় অংশ নেন রিয়াদ মাহফুজ,বাউল কবি সুধীর রঞ্জন সরকার,প্রভাষক মোঃ আলমগীর,কবি জীবন কৃষ্ণ সরকার।সভায় সভার সভাপতি বিনতা কৃষ্ণ সরকার সভাপতি হিসেবে রিয়াদ মাহফুজ মাছুম ও সাধারণ সম্পাদক হিসেবে সুমন মিয়ার নাম উল্যেখ করে ১৩সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করেন।কমিটর অন্যান্য দায়িত্বশীলরা হলেন- নির্বাহী সম্পাদক রিদওয়ান হাসান,সাংগঠনিক সম্পাদক জাকারুল ইসলাম,সহ-সাংগঠনিক আলমগীর হোসেন,সাহিত্য সম্পাদক মোঃ মানিকনূর,অর্থ সম্পাদক রাজীব হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকাঃ মনিরুপা,সহ মহিলা সম্পাদিকা রেবেকা আক্তার,প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,তথ্য প্রযুক্তি সম্পাদক শাহিন কাদির,সদস্য সচিব সাদ্দাম হোসেন,মারিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০১   ৬৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ