মাফরূহা বেগমের দুটি কবিতা ‘কাশবন’ ও ‘আসল-নকল’

Home Page » সাহিত্য » মাফরূহা বেগমের দুটি কবিতা ‘কাশবন’ ও ‘আসল-নকল’
শুক্রবার, ২০ জুলাই ২০১৮



 কাশবন,

১,কাশবন

সেখানে সন্ধায় জ্বলেনা বাতি
শুধু আকাশ প্রদীপ জ্বেলে রাখে,
আর তারারা মিটিমিটি জ্বলে আর নিভে সারারাত খেলে
আতসবাজির খেলা।
দখিনা হাওয়া বয় মৃদুমন্দ
ঢেউ জাগে কাশবনে,
হৃদয় শিরশির করা ঢেউ,
দেখলে মনে হবে
সাদা পরীরা নাচছে বাতাসের শুন্যতায়।
নদীতীরে শৈশবের স্বপ্নমাখা
কাশবন,
পাশে তার ঠাই দাড়িয়ে বুনো
বাশবন
গা ছমছম করা প্রেতের মত।।
সন্ধায় সচরাচর সেখানে কেউ যায়না।
দরকার পড়েনা তার।
শুধু কিছু রাতজাগা হুতোম পেচা আসর জমায়।
তাতে তার কিছু যায় আসেনা।
সে তার মোহিনী মায়া বিস্তার করে সারারাত উতসব করে বাতাসের সাথে,
আর উড়ায় শৈশবের হারিয়ে
যাওয়া বেলুন।

আসল-নকল

২, আসল-নকল

নকলের যুগে নকল সকলই
যেদিকেতে চায় দেখি
এই পৃথিবীর সবকিছু আজ
হয়ে গেছে বড় মেকি
আসলের মত নকলও তেমন
কখনো হয়কি তাই
আসলের কাছে নকল কখনও
তুলনা খুজে কি পায়
বাগানের ফোটা আসল ফুলটি
যেমন সজীব দেখি
ফুলদানীর ওই নকল ফুলটি
কখনও কি হয় একই
সোনায় গড়া গহনাখানি
তার কি তুলনা আছে
নকল যতই বাড়াক রূপ সে
কিছুই না তার কাছে
কাকও যখন ময়ূর সাজেতে
নাচে তা ধেই ধেই
যতই সাজুক আড়ালেতে তার
আসল চেহারা সেই ই
আসলে নকলে দৌড় পাল্লায়
জয় হবে আসলের
নকলের সাজ সেতো শুধু মেকি
সেতো শুধু ক্ষনিকের।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:০৮   ২২১৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ