মানব হুঁশিয়ার-আনছারুল হক রাসেল

Home Page » সাহিত্য » মানব হুঁশিয়ার-আনছারুল হক রাসেল
বুধবার, ১৮ জুলাই ২০১৮



ফাইল ছবি

চতুঃপার্শ্ব নিবিড়, আচ্ছন্ন, এলোমেলো পথ
যেথায় চলি পায়না আলোর আবাসন।
মানুষেরা মুহুর্মুহু হচ্ছে কাতর
দিক দিগন্তে, নিবিড় পথে চলছে নেই কোন ডর।

দু’চোখের দৃষ্টি পড়লে কোলাহল মোহে
সেথাও দেখি বাজে মাদল তালে-গোলে।
প্রবল বেগে এগোচ্ছে মানব ভ্রান্ত পথে
বাজিমাত ধরেছে প্রথমত জয়ী হবে কে।

দু’দিনের অবনীতে দেখি কতো রকমারি খেলা,
মানবের প্রাণ মানবে নিচ্ছে কেড়ে
চোখে পড়লেও করেনা মোকাবিলা।
সে তো হলো বর্বরতা যুগের মেলা।

হে যুবক! খেলবে কতো রঙ্গের খেলা?
দেখেছিস ভেবে সামনে তোর
মহাযাত্রা।
পারবে কি দিতে পাড়ি?
যেথা নাই খেয়া।

তখন তো শুরু হবে নতুন পরীক্ষা।
খাতা -কলম বিনা করবে জিজ্ঞাসা।
পারবে কি হতে জয়ী?
যেথা নকলের নাহি ব্যবস্থা।

ওহে মানব সময় থাকতে হও হুঁশিয়ার
ভ্রান্ত পথ ছেড়ে ধর আলোর দ্বার।
যেথায় আছে শান্তির ভান্ডার।
সুখে থাকতে পারবে চিরকাল।

বাংলাদেশ সময়: ০:৩৯:০৩   ১৫৬৯ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ