মনোনয়ন পেলে কেমন হবে ড. রফিকুল ইসলাম তালুকদারের নির্বাচনী ইস্তেহার

Home Page » বিশ্ব » মনোনয়ন পেলে কেমন হবে ড. রফিকুল ইসলাম তালুকদারের নির্বাচনী ইস্তেহার
সোমবার, ১৬ জুলাই ২০১৮



আল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃ-

ছবি বঙ্গ-নিউজ

আওয়ামী লীগ থেকে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী  সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. রফিকুল ইসলাম তালুকদার তার টাইম লাইনে  উল্লেখ করেন,  যদি মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা  তাকে মনোনয়ন দেন, তবে কেমন হবে  তার নির্বাচনী ম্যানিফেস্টো বা ইস্তেহার।
গতকাল ১৫ জুলাই ভোরের ডাকে প্রকাশিত “লড়াই যখন মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে” প্রবন্ধের শেষাংশেও  সুনামগঞ্জ-১ সম্পর্কে তার অনুরূপ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়। ১৩ জুলাই ইন্ডেপেন্ডেন্টে প্রকাশিত “ফাইটিং টেররিজম এন্ড করাপশন” প্রবন্ধেও তার একই দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তবে উভয় প্রবন্ধের মূল আলোচনা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী, বলিষ্ঠ ও ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে  যাওয়ার গল্প ও চেলেঞ্জসমূহ, এবং উন্নয়নশীল থেকে উন্নত বাংলাদেশ বিনির্মানে সম্ভাব্য ঝুঁকি, চেলেঞ্জ ও করণীয়।

১.প্রেক্ষিত

সুনামগঞ্জ-১ প্রাকৃতিকভাবে খুবই নান্দনিক কিন্তু অত্যন্ত অবহেলিত ও সংকটাপন্ন জনপদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই হাওড় এলাকার উন্নয়নে তার চলতি দু’মেয়াদের শাসনামলে গভীর মনোযোগ দেন এবং একই সাথে বিপুল সম্পদ-সহায়তা প্রদান করেন। তাই এই সময়ের মধ্যে উন্নয়ন এখানে উল্লেখযোগ্য। ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ, তথ্য অধিকার নিশ্চিতকরণ, ইন্টারনেট ও টেলিকমিউনিকেশন পরিষেবার পাশাপাশি ইউনিয়ন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা ও উপজেলা পর্যায়ের সড়ক নির্মাণ এবং টাঙ্গুর হাওরের সুরক্ষার মত গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ এখানে রয়েছে।
২. ম্যানিফেস্টো
এখানে এখনও কৌশলগতভাবে অনেক কিছু করার আছে এবং সেগুলো জরুরি। যেমন, প্রাকৃতিক বিপর্যয় ভঙ্গুরতা,  বঞ্চনা ও সামাজিক অবিচার থেকে সাধারণ মানুষের মুক্তি,  আন্তঃউপজেলার মৌলিক রাস্তাঘাট ও রেলওয়ে নেটওয়ার্ক স্থাপনসহ ভালো পরিবহনব্যাবস্থার সংযোজন এবং মানসম্মত শিক্ষা  ও চিকিৎসা এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত কৃষি-সেচ-বাঁধসহ অন্যান্য পরিষেবা নিশ্চিত করা।
৩. উপসংহার
মাদক ও প্রাকৃতিক সম্পদ আহরণের সাথে সম্পৃক্ত দুর্নীতিও এখানে একটি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ স্থানীয় সন্ত্রাসবাদকে কিছুটা আমন্ত্রণ জানিয়েছে। সাম্প্রতিক একটি উদ্যোগে আমি ধারাবাহিকভাবে ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুরে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রচারণা, র‌্যালি, সমাবেশ ও আলোচনা  করি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিকে সর্বতোভাবে ধীক্কার জানানো প্রয়োজন। সামাজিক প্রতিরোধ কর্মসূচিও অব্যাহত রাখা প্রয়োজন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

বাংলাদেশ সময়: ১৯:০৯:১৮   ১০১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ