তাহমিনা বেগমের কবিতা ‘জোয়ার ভাটা’

Home Page » সাহিত্য » তাহমিনা বেগমের কবিতা ‘জোয়ার ভাটা’
শুক্রবার, ১৩ জুলাই ২০১৮



 জোয়ার ভাটা

কেমন আছো তুমি?
জানি ভালো আছো আমিহীন
বিত্ত ভৈববের অহমিকায় হয়েছ পর
ছুটে চলেছ নেশাতুর হয়ে লোভাতুর পথে।

অহমিকা একদিন থাকবে না জেনো
সেদিন কি ফিরে পাবে ফেলে আসা সোনালী অতীত !
কালের প্রবাহে স্মৃতিরাও হয়ে যায় ফ্যাকাশে
আমিও এখন ভুলে থাকায় রত তোমাকে।

মনে পড়ে মাঝে মাঝে ফেলে আসা অতীতের স্মৃতি
কেমন ধোঁয়াটে আবছায়া কায়ার দেখা পাই
কেবলই মনে হয় ঐ পাংশুটে মুখ
যেথা শুধু লোভের রূপ।

কি করে ভাটায় পড়লো উচ্ছল চপলতা ভরা জীবনের
আবেগে আবেগে শীতার্ত হয়ে ক্রমে হয়ে উঠতে মাঘের !
বাহুডোরে রাখতে জড়িয়ে কম্পিত শরীরে
এখনো কি আছে সেই জোয়ার আবেগের!!

জানো তো! প্রণয়ে জোয়ার যেমন থাকে তেমনি ভাটাও
তুমি এখন কোন পথে!
ভাটায় নাকি জোয়ারের !

তাহমিনা বেগম

বাংলাদেশ সময়: ১৯:৩১:৪১   ১১৫৮ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ