স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের গলা পঁচা লাশ উদ্ধার

Home Page » এক্সক্লুসিভ » স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের গলা পঁচা লাশ উদ্ধার
মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮



ফাইল ছবি  বঙ্গ-নিউজ: স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের গলা পঁচা লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ দিন পর সোমবার (৯ জুলাই) রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। আমলপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ৪ তলা ভবনের সেপটিক ট্যাংক থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল প্রবীর ঘোষ। তিনি ঘোষ কালীরবাজার ভোলানাথ জুয়েলার্সের মালিক ছিলেন। প্রবীরের সন্ধান চেয়ে ২০ দিন ধরে বিভিন্ন সময়ে ব্যবসায়ী, নিহতের স্বজন, বিভিন্ন সংগঠন ও পরিবারের লোকজন মানববন্ধন ও সমাবেশ করে আসছিল।

প্রবীরের নিখোঁজের ঘটনায় তার বাবা ভোলানাথ দাস বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করে। ওই জিডির তদন্ত পরে জেলা গোয়েন্দা পুলিশকে দেয়া হয়। ডিবি পুলিশ বিষয়টির তদন্ত করে পিন্টু ও বাবু নামের দুইজনকে আটক করে। তার মোবাইল ফোন ট্র্যাকিং ও ব্যাপক জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করে প্রবীর ঘোষের বিষয়টি। পরে তার দেখানো মতেই সোমবার রাতে শহরের আমলপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ভবনের সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। কয়েকটি ব্যাগে করে ট্যাংকিতে লাশ টুকরো টুকরো করে ফেলা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, জিডির তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মফিজুল ইসলাম।

প্রসঙ্গত, ১৮ জুন সকালে সোনারগাঁয়ের বারদী উদ্দেশ্যে যান স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে সন্ধ্যা ৭টার দিকে সে নিজ বাড়িতে ফিরে আসে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে তার মুঠোফোনে একটি কল আসলে সে বাড়ি থেকে বের যায়। এরপর নিখোঁজ হন তিনি।

বাংলাদেশ সময়: ৮:১৭:১৭   ৭৫৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ