রাবির ভর্তি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে এমসিকিউ !

Home Page » আজকের সকল পত্রিকা » রাবির ভর্তি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে এমসিকিউ !
শুক্রবার, ৬ জুলাই ২০১৮



রাজশাহী বিশ্ববিদ্যালয়
বঙ্গ-নিউজঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ ঘণ্টার এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন)-এর পরিবর্তে ২ ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

এ সময় অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, এমসিকিউতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই হয় না। চারটি উত্তরের মধ্যে একটি টিক দিলেই সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাই এ বছর থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুই ঘণ্টা সময়ে ১০০ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৯টি অনুষদ ও ২টি ইনস্টিটিউট মিলে ১১টি ইউনিটে পরীক্ষা হয়েছিল। এবার ১১টি ইউনিট কমিয়ে চারটি ইউনিটে দুই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর পরীক্ষার দিন ঠিক করার প্রস্তাব রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি পাস হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে এ বছর ভর্তি পরীক্ষায় আরও কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। পরীক্ষার্থীদের দুইটি পর্যায়ে আবেদন করতে হতে পারে। প্রথম পর্যায়ে রেজাল্টের মান দেখে শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে। পরে বাছাইয়ে উত্তীর্ণদেরকে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। এ সময় পরীক্ষার নির্দিষ্ট ফি নেওয়া হবে। নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে বলেও প্রাথমিকভাবে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪:০৫:০৬   ১০২৮ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ