মায়ের সাথে প্রথমবার কারিনা

Home Page » বিনোদন » মায়ের সাথে প্রথমবার কারিনা
রবিবার, ১৬ জুন ২০১৩



karina-300x225.pngবঙ্গ- নিউজ ডটকমঃ বলিউডের এক নম্বর নায়িকা হিসেবেই এখন ধরা হয় কারিনা কাপুরকে। প্রায় এক যুগ ধরে অভিনয় করে নিজের নামের পাশে জুড়েছেন অনেক তকমা। বলিউডের জনপ্রিয় সব অভিনেতার বিপরীতে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি।এদিকে কারিনার বাবা রণধীর কাপুরও ছিলেন এক সময়ের ব্যস্ততম অভিনেতা। অন্যদিকে তার মা ববিতাও জনপ্রিয়তা পেয়েছেন একাধিক বলিউড ছবিতে।

তবে কারিনার এক যুগের ক্যারিয়ারে একবার সুযোগ হয়েছিলো বাবা রণধীর কাপুরের সঙ্গে অভিনয়ের। কিন্তু মা ববিতার সঙ্গে কখনও অভিনয় করা হয়নি তার।

অথচ মাকেই নিজের অভিনয় জীবনের আদর্শ মানেন তিনি। কারণ মায়ের কাছ থেকেই অভিনয়ের অনেক কিছু শিখেছেন তিনি। মায়ের প্রতি নিজের কৃতজ্ঞতা মিডিয়ার কাছে অনেক বারই প্রকাশ করেছেন কারিনা। মায়ের সঙ্গে কোন ছবিতে অভিনয় না করার বিষয়টি নিয়ে বেশ কয়েকবারই দুঃখ প্রকাশ করেছেন।

তবে অনেক দিনের স্বপ্ন এবার পূরন হতে যাচ্ছে কারিনার এই প্রথম বারের মতো অভিনয় করতে যাচ্ছেন মায়ের বিপরীতে।

ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। এই ছবিতে কারিনার মা রুপেই দেখা যাবে ববিতাকে।

জানা গেছে ছবিতে কারিনার বিপরীতে অভিনয় করবেন সাইফ আলী খান।

মায়ের সঙ্গে প্রথমবারের মতো এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে কারিনা বলেন, আমার অনেক ভাল লাগছে মায়ের সঙ্গে অভিনয় করতে যাচ্ছি বলে। কারণ আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম মায়ের সঙ্গে অন্তত একটি ছবিতে অভিনয় করতে। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে যশরাজ ফিল্মসের এই ছবির মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২১:১৫:১০   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ