রাশিয়া বিশ্বকাপ নারী সাংবাদিকদের জন্য ভয়ঙ্কর বিপদজনক হয়ে উঠছে

Home Page » প্রথমপাতা » রাশিয়া বিশ্বকাপ নারী সাংবাদিকদের জন্য ভয়ঙ্কর বিপদজনক হয়ে উঠছে
মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮



ছবি:ইন্টারনেট থেকে  বঙ্গ-নিউজ: চলতি বিশ্বকাপ আসর জমে উঠেছে। মাঠের লড়াইয়ে খেলোয়াররা গ্যালারি ভর্তি দর্শককে মাতিয়ে রাখছেন। এছাড়া ম্যাচ শুরু হলে টিভি পর্দায় চোখ রাখেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

কিন্তু রাশিয়া বিশ্বকাপ নারী সাংবাদিকদের জন্য ভয়ঙ্কর বিপদজনক হয়ে উঠছে। এখানে নারী সাংবাদিক একের পর এক অঘটনের শিকার হচ্ছেন। সর্বশেষ মারিয়া গোমেজ নামের স্প্যানিশ টিভি উপস্থাপিকা এই শ্লীলতাহানির শিকার হয়েছেন। লাইভ চলাকালেই নারী সাংবাদিককে জড়িয়ে ধরে শ্লীলতাহানির করার এ ঘটনাটি ঘটে।

রবিবার (১ জুলাই) স্পেন-রাশিয়ার ম্যাচটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্পেন। আর মস্কো থেকে এই ম্যাচের লাইভ আপডেট জানাচ্ছিলেন মারিয়া। কিন্তু হঠাৎ করেই একজন এসে তাকে জড়িয়ে ধরেন। এখানেই শেষ নয়, মারিয়া গোমেজকে যৌন হয়রানিও করা হয়েছে। এই ঘটনাটির পর পুরো হতভম্ব হয়ে পড়েন ওই নারী সাংবাদিক।

এ ঘটনায় কোনো ভাবেই স্বাভাবিক হতে পারছেন না তিনি। প্রকাশ্যে যৌন হয়রানির শিকার হয়ে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন তিনি।

ওই নারী সাংবাদিক বলেন, প্রথমে চিন্তা করেছিলাম, এটা নিয়ে কিছু বলব না। তবে বলতে বাধ্য হচ্ছি, যারা এটাকে নিয়ে তামাশা করছেন তাদের কাছে জানতে চাই এখানে মজা পাওয়ার মতো কি কিছু আছে?

প্রসঙ্গত, চলতি রাশিয়া বিশ্বকাপ ২০১৮ তে প্রথম নারী হিসেবে যৌন হয়রানির শিকার হন কলম্বিয়ার হুলিয়েন গনজালেজ থেরান। জার্মানির টেলিভিশন ডয়েচে ভেলের স্প্যানিশ নিউজ চ্যানেলের জন্য গনজালেজ বিশ্বকাপের লাইভে সংবাদ জানাচ্ছিলেন। ঠিক তখনই এক ব্যক্তি তাকে যৌন হয়রানি করে এবং খুব দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর জাপান-সেনেগাল ম্যাচ চলাকালে ব্রাজিলের নারী ক্রীড়া প্রতিবেদক জুলিয়া গুইমারাজকে এক দর্শক চুমু খাওয়ার চেষ্টা করেন। সর্বশেষ স্প্যানিশ টিভি উপস্থাপিকা মারিয়া গোমেজ এই শ্লীলতাহানির শিকার হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:০৫:৫০   ৭০২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ