সেরা আটে নিজেদের জায়গা করে নিল ব্রাজিল

Home Page » জাতীয় » সেরা আটে নিজেদের জায়গা করে নিল ব্রাজিল
মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮



 

ছবি:ইন্টারনেট থেকে  বঙ্গ-নিউজ:  রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে মেক্সিকোকে হারিয়ে সেরা আটে নিজেদের জায়গা করে নিল ব্রাজিল। খেলার শুরুতেই বেশ দাপটের সঙ্গে মাঠে রাজত্ব করেন মেক্সিকো। খেলার প্রথমার্ধে মেক্সিকো বেশ বয়েকবার গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। অন্যদিকে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে নেইমাররাও। খেলার প্রথমার্ধে উভয় দল গোল শূণ্য বিরতিতে গেলেও বিরতি থেকে ফিরেই খেলার খেলার ৫০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় নেইমার। এরপর খেলার ৮৮ মিনিটে রোবার্ত ফিরমিনো দলের পক্ষে দ্বিতীয় গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অন্যদিকে কোন গোল করতে পারেনি মেক্সিকো। ছবি সংগৃহীত  এর আগে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। এদিন শুরুতেই ব্রাজিল শিবিরে পরপর বেশ কিছু আক্রমণ করে মেক্সিকো। তবে বেশিক্ষণ সে ধার ধরে রাখতে পারেনি হার্নান্দেজরা। আক্রমণ সামলে উপর্যুপরি পাল্টা আক্রমণ শুরু করে নেইমার-জেসুসরা। ২০ মিনিটের মাথায় সুযোগও তৈরি করেছিলেন নেইমার। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার নৈপুণ্যে এ যাত্রায় রক্ষা পায় মেক্সিকো।

প্রথমার্ধে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। বল দখলে ব্রাজিল ও মেক্সিকো দুই দলই ৫০ ভাগ নিয়ন্ত্রণ রেখেছে। দুই দলই একটি করে হলুদ কার্ড পেয়েছে। তবে আক্রমণে এগিয়ে ব্রাজিল ১১টি অ্যাটেম্পট নিয়েছে নেইমাররা। আর মেক্সিকো ৫টি। তবে নির্ভুল পাস দেওয়ায় এগিয়ে মেক্সিকো। মেক্সিকো ৮৭ ভাগ ও ব্রাজিল ৮১ ভাগ পাস নির্ভুলভাবে সম্পন্ন করেছে প্রথমার্ধে।

 

ব্রাজিল একাদশ: অ্যালিসন, ফ্যাগনার, থিয়াগো সিলভা, মিরান্ডা, ফিলিপে লুইস, পাওলিনহো, কাসেমিরো, ফিলিপে কুতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার জুনিয়র।

মেক্সিকো একাদশ: গুইলার্মো ওচোয়া, জেসাস গালার্দো, কার্লোস সালসোদো, হুগো আয়ালা, এডসন আলভারেজ, হেক্টর হেরেরা, রাফায়েল মার্কুয়েজ, আন্দ্রেস গুয়ার্দাদো, হারভিং লোজানো, জাভিয়ের হার্নান্দেজ, কার্লোস ভেলা।

বাংলাদেশ সময়: ৭:৫৮:৩৬   ৭১৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ