তাহমিনা বেগমের কবিতা ‘কেবল সমাপ্তি’

Home Page » সাহিত্য » তাহমিনা বেগমের কবিতা ‘কেবল সমাপ্তি’
রবিবার, ১ জুলাই ২০১৮



কেবল সমাপ্তি

পোড় খাওয়া জীবনের ঘাণি টেনে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি
ঘূণ পোকারাও ক্লান্ত হয়ে গেছে,,
চারদিকে শুধু আঁধার আর আঁধার
একটু জোস্না দেখার আকাঙ্খা বহুদিনের।

বিষাদেরা যেন বলছে আর কতো সইবি
এবার ক্ষ্যান্ত হ সমাপ্তি টেনে দে নশ্বর জীবনের।
কিন্তু মনটা বড় বেশি লোভাতুর,
এতো কিছুর পরও একটু সুখের স্পর্শ চায়।

দিনমনি যখন সমাপ্তি টানে শেষ আলোক বিন্দুটির
তখনও এ মনটা একটু আলোর সন্ধান করে,
সদ্য নেমে আসা আঁধারকেও আলো ভাবতে ভালো লাগে।মন তুই কি রে!!

মনে পড়ে বহু আলোকবর্ষ পূর্বের কথা
তখন আকাশে ছিল তারার মেলা ছিল চাঁদের আলো
তারারা মিট মিট করে হেসে জ্বলতো নিভতো
চাঁদের আলোয় জোস্না স্নানে বিভোর ছিল মন।

এখন কেন হারিয়ে ফেললি তোর গতিময়তা!
যেথায় প্রতিটি ক্ষণে, বাঁকে ছিল স্বর্ণজ্জ্বোলতা
কি করে পতিত হলি এ দৈন্যদশায়!
নীরব মন সরব হয় না,দূরের ভেসে আসা ঝিঁ ঝিঁ পোকার ডাকে কেমন সকরুণ সুর,
বিদায় ঘন্টা বেজে ওঠে
বেহালায় বেহাগ
করুণ আর্তি
কেবল সমাপ্তি, সমাপ্তি।।

তাহমিনা বেগম

বাংলাদেশ সময়: ০:৪১:০০   ১১১৩ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ