ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘শেষ যাত্রা’

Home Page » সাহিত্য » ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘শেষ যাত্রা’
সোমবার, ২৫ জুন ২০১৮



শেষ যাত্রা

সাঙ্গ হল আজ এক জীবনের অধ্যায়,
ভুলে যেতে হবে আমায় পিছনে ফেলে আসা স্মৃতি,
ভুলে যেতে হবে সেই মুহূর্ত গুলো যা এক নতুন জীবন দিয়েছে
মনে করেছিলাম ……..
মনের গভীরে ঝড় ওঠে……সাইক্লোন ……..কিম্বা টর্নেডো;
সব শেষ হয়ে গেল হয়তো,
কার দোষ…… কী দোষ সেই নিয়ে আজ আর ভাবার অবকাশ নেই,
প্রয়োজনী বা কী আছে……
ভুলে যেতেই যখন হবে, তখন আর কী দরকার পিছন ফিরে দেখার …..
তবু মনে হয়, কিছুই দিতে পারিনি এই পৃথিবীকে,
নিয়েছি অনেক……
আজ এই ঋণ মাথায় নিয়ে যাব চলে,
খুব গর্ব করে বলতাম, “আমি কিছু নেই নি, শুধুই দিয়েছি”
ঈশ্বর তাই হয়তো আমার এই গর্ব চূর্ণ করল আজ।
বেশ তো ছিলাম? আমি আমার মতো ……
তবে কেনো এতো স্বপ্ন ……এতো আশা……এতো ভরসা?
আমি যে জানি, আমি কারোর ভবিষ্যত নই, আমি এও জানি, আমার থাকা না থাকায় এই পৃথিবীর কিছু এসে যাই না….
কিন্তু এটা জানতাম না, আজ আমি বিশ্বের বোঝা,
চলে যাব….
ওই অন্ধকার পথে ….. মিলিয়ে যাব দূর থেকে আরো দূরে …….
ওই নীল আকাশের দিগন্তে…….
যেখানে পৃথিবী মিশেছে আকাশের সাথে।
আর আমি তার সাথে ……
কোনো দিন একা পথে চলতে চলতে যদি ওই খোলা আকাশের নীচে এসে দাঁড়াও?
দেখবে ওই আকাশের একটি তাঁরা তাকিয়ে আছে তোমারই দিকে ..


ঋত্বিক বন্দ্যোপাধ্যায়
ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১-শে এপ্রিল ১৯৬১, কলকাতার সঙ্গীতমনস্ক বন্দ্যোপাধ্যায় পরিবারে। বাবা স্বর্গীয় চিত্তপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ভীশ্বদেব চেট্টাপাধ্যায় এর প্রিয় ছাত্র। কাকা পীযূষপ্রসন্ন পণ্ডিত রবিশঙ্করের শিল্পশিক্ষায় দীপ্ত। ১৭ বছর বয়সে নিজেকে স্বাবলম্বী করা ও দেশমাতৃকার সেবায় নিজেকে সমর্পিত করার জন্য ভারতীয় বায়ুসেনায় যোগদান এবং ২১ বছর ধরে এই নিষ্ঠাপালন। ১৯৯৯ সালে বায়ুসেনা থেকে সেবানিবৃত্তির পর আই আই টি খড়্গপুরে যোগদান। ২০০৭ সালে রবীন্দ্রভারতীকে আপন করে নেওয়া এবং নিরাপত্তা সুরক্ষা অধিকারী হিসেবে যোগদান। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রকল্যাণ অধিকারী, Purchase Officer এবং Law Officer এর দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের Security and Disaster Management পাঠ্যক্রমের কো-অর্ডিনেটর এর দায়িত্বপ্রাপ্ত। ২০১৬ -তে আমন্ত্রণমূলক বক্তৃতা প্রদান অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১২   ৮২৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ