আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ইচ্ছা করে হত্যা করতে চায় না সবাই ‘বন্দুকযুদ্ধেই’ নিহত হয়েছে

Home Page » জাতীয় » আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ইচ্ছা করে হত্যা করতে চায় না সবাই ‘বন্দুকযুদ্ধেই’ নিহত হয়েছে
সোমবার, ২৫ জুন ২০১৮



 

প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ইচ্ছা করে হত্যা করতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (২৪ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইচ্ছা করে কাউকে হত্যা করতে চাই না। আমাদের নিরাপত্তা বাহিনী অবৈধ জায়গায় হানা দিলে যারা চ্যালেঞ্জ করে ফায়ার করে, তখন এই দৃশ্যগুলো ঘটে। সবাই বন্দুকযুদ্ধেই নিহত হয়েছে।’

‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার’ ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ডাক দিয়েছেন। যেকোনও মূল্যে আমরা দেশকে রক্ষা করবো। জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য যা যা করা দরকার, মাদক প্রতিরোধে যা দরকার আমরা অবশ্যই করবো।’

সারাদেশে মাদক ছড়িয়ে পড়ার কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিটি পাড়ামহল্লায় মাদকের বিস্তার ঘটেছে। মাদকের কারণে সন্তান তার বাবা-মাকে হত্যা করছে। বাবা-মা অতিষ্ট হয়ে গ্রাম ছেড়েও চলে গেছেন। এই দৃশ্য আমরা দেখেছি। এ থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা মাদকের বিরুদ্ধে সংগ্রামে নেমেছি।’ ছবি সংগৃহীত  ‘অভিযান নিয়ে কেউ যেন ভুল না বোঝেন’ সেই আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে সংগ্রাম নিয়ে কারও যেন ভুল বোঝার অবকাশ না থাকে, সেই জন্য জনগণকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। জনগণকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, এটা ধ্বংসযজ্ঞ। যেকোনও মূল্যে এটা বন্ধ করতে হবে।’

‘মসজিদের ঈমামদের আমরা বলেছি, নামাজের আগে মাদকের ভয়াবহতার বিষয়ে কথা বলতে। স্কুল-কলেজের শিক্ষক ও রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদেরও এই আহ্বান জানানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সবাই আজ কথা বলছে।’

তিনি বলেন, ‘আমরা গোয়েন্দাদের থেকে খবর নিচ্ছি, কারা মাদক ব্যবসায় জড়িত। এমনকি কারা এর জন্য দায়ী। তাদের আমরা চিহ্নিত করে ধরতে গিয়েছি, যারা সারেন্ডার করেছে, তাদের মোবাইল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। রেগুলার কোর্টেও তাদের সোপর্দ করেছি।’

‘বর্তমানে দেশে ৮০ হাজার কারাবন্দির মধ্যে ৪০ শতাংশের বেশি মাদকের মামলায় অভিযুক্ত’ বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ৮:১১:১২   ৬৪৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ