ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘আজ তাঁরা নেই’

Home Page » সাহিত্য » ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘আজ তাঁরা নেই’
রবিবার, ২৪ জুন ২০১৮



আজ তাঁরা নেই

ডাইরির পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় চোখ স্থির হয়।
দেখি, আমার লেখা একটি কবিতা ছিন্নভিন্ন করছে বই এর পোকা।
লেখাটা উদ্ধার করার এক নিস্ফল চেষ্টা ……পারিনি আমি।
তখনও পূর্ণিমার চাঁদ ম্লান হয়নি, তখনও বাতাসের শন্ শন্ শব্দ বন্ধ হয় নি।
পূবের আকাশ জানান দেয় ভরের আগমনের……দূর থেকে ভেসে আসে আজান,
পাখির কলরবে কেমন এক ভালো লাগা, ঐ তালগাছটা কেমন আবছা ভুতুড়ে।
এক রাশ ঠান্ডা হাওয়া আমাকে স্পর্শ করে……
রাত জাগার ক্লান্তি তখনও গ্রাস করেনি।
সিঁড়ি দিয়ে উঠে আসা পা এর শব্দ….
জানালার ওপারে ঐ….. যে খোলা মাঠ…..ন্যাংটা শিশুরা ছুটোছুটি করে,
উচ্চৈশ্রবাঃ কে বাহন করে ব্রহ্মাণ্ড ভ্রমণ…..
ঐত….ঐ….তো …. ঠিক ওইখানেই তো ধ্যানমগ্ন শিব…..
আর সাগরের মাঝে আধশোয়া বিষ্ণু ….
আজ সৃষ্টিতে ব্যস্ত ব্রম্ভের দেব….
হঠাৎ -ই ভাড়াটের জল নিয়ে ঝগড়া ,…. সম্বিত ফিরে ।
আবার সেই ধূলোমাখা শহর, আর ট্রামের শব্দ…..
কলকাতার বুকে লাল রাস্তা, কত ইতিহাস বহন করে।
সুভাষ, সূর্য, ভগৎ, রাজগুরু, ক্ষুদিরাম প্রদত্ত এই ভারতবর্ষ, দিয়ে গেছে আমাকে।
‘আজ তাঁরা নেই’……. থাকলে কি কৈফিয়ত দিতাম আমি?
তোমাদের নিঃস্বার্থ বলিদান, রক্তক্ষরণ এ পাওয়া আমার এই দেশ-
যেখানে দামিনী বারবার ধর্ষিত হয়, শিক্ষার পীঠস্থান রক্তে লাল হয়।
নাকি হিন্দুত্বের বড়াই…… কী ……কী….. কৈফিয়ত দেব?
সুভাষ, সূর্য, ভগৎ, রাজগুরু, ক্ষুদিরাম …… তোমরা সেদিন শহীদ হয়ে বেঁচে গেছো।
আজ যদি থাকতে, এই স্বাধীন দেশে রোজ মৃত্যু হতো তোমাদের।

ঋত্বিক বন্দ্যোপাধ্যায়
ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১-শে এপ্রিল ১৯৬১, কলকাতার সঙ্গীতমনস্ক বন্দ্যোপাধ্যায় পরিবারে। বাবা স্বর্গীয় চিত্তপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ভীশ্বদেব চেট্টাপাধ্যায় এর প্রিয় ছাত্র। কাকা পীযূষপ্রসন্ন পণ্ডিত রবিশঙ্করের শিল্পশিক্ষায় দীপ্ত। ১৭ বছর বয়সে নিজেকে স্বাবলম্বী করা ও দেশমাতৃকার সেবায় নিজেকে সমর্পিত করার জন্য ভারতীয় বায়ুসেনায় যোগদান এবং ২১ বছর ধরে এই নিষ্ঠাপালন। ১৯৯৯ সালে বায়ুসেনা থেকে সেবানিবৃত্তির পর আই আই টি খড়্গপুরে যোগদান। ২০০৭ সালে রবীন্দ্রভারতীকে আপন করে নেওয়া এবং নিরাপত্তা সুরক্ষা অধিকারী হিসেবে যোগদান। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রকল্যাণ অধিকারী, Purchase Officer এবং Law Officer এর দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের Security and Disaster Management পাঠ্যক্রমের কো-অর্ডিনেটর এর দায়িত্বপ্রাপ্ত। ২০১৬ -তে আমন্ত্রণমূলক বক্তৃতা প্রদান অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ০:২৯:১১   ৮৭৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ