ক্রোয়েশিয়ার কাছে নেই হয়ে গেল আর্জেন্টিনা

Home Page » আজকের সকল পত্রিকা » ক্রোয়েশিয়ার কাছে নেই হয়ে গেল আর্জেন্টিনা
শুক্রবার, ২২ জুন ২০১৮



নেই হয়ে  গেল আর্জেন্টিনা

বঙ্গ-নিউজঃ  ক্রোয়েশিয়ার কাছে  নেই হয়ে গেল আর্জেন্টিনা। বৃহস্পতিবার রাতে ডি গ্রুপের এই ম্যাচে ক্রোয়েটরা জয় পেয়েছে ৩-০ গোলে। এতে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নকআউটপর্ব প্রায় নিশ্চিত হয়ে গেল ক্রোয়েশিয়ার। অপরদিকে ‍দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে থাকা আর্জেন্টিনার জন্য এখন গ্রুপপর্ব পার হওয়াটাই কঠিন চ্যালেঞ্জিং হয়ে পড়ল।

খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ক্রোয়েশিয়া ছিল বেশি আক্রমণাত্মক। গতি ও ছন্দ কোনটিই মেসিদের মধ্যে সেভাবে লক্ষ্য করা যায়নি।

দ্বিতীয়ার্ধে যেন ক্রোয়েটরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। যার ফলও পেয়েছে দলটি। আর্জেন্টিনার রক্ষণভাগের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করেছে দলটি। ৫৩ মিনিটে আর্জেন্টিনার গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল কিক আস্তে করে ডান দিকে থাকা খেলোয়াড়কে দিতে চান গোলরক্ষক। কিন্তু সেই বল বক্সের মধ্যেই পেয়ে যান আন্তে রেবিক। দুর্দান্ত শটে সেই বলে গোল করেন তিনি।

খেলার ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন লুকা মডরিচ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনার জাল ভেদ করেন তিনি। আর যোগ করা সময়ে শেষ গোলটি করেন ইভান র‌্যাকিতিচ। একটি আক্রমণ ঠেকাতে গিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক ডান দিকে এগিয়ে গেলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই সুযোগে গোলপোস্টের ঠিক সামনে বল পেয়ে যান র‌্যাকিতিচ। সামনে থাকা এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্তভাবে তিনি বল পাঠিয়ে দেন জালে। তাই শেষ পর্যন্ত ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১০:৫৬:১১   ৬৬১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ