তাহিরপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল তালুকদারকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল

Home Page » বিবিধ » তাহিরপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল তালুকদারকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল
বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮



বঙ্গ-নিউজআল-আমিন আহমেদ সালমান,বঙ্গ-নিউজ স্টাফ রিপোর্টার:-বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম তালুকদার সুনামগঞ্জ-১ আসনে তার জনসংযোগের অংশ হিসেবে আজ বুধবার ২০ই জুন ২০১৮ দুপুর ৩:১৫ ঘটিকায়  তাহিরপুর পৌঁছেন।  এসময় তাহিরপুর নৌঘাটে প্রায় পাঁচ শতাধিক স্থানীয় জনতা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ এবং বঙ্গবন্ধু পরিষদের স্থানীয় কর্মী ও নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানায়। এতে অগ্রভাগে ছিলেন তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ও  বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।

ড. তালুকদারের আগমনকে স্বাগত জানিয়ে প্রথমে একটি বিশাল মিছিল নৌঘাট থেকে তাহিরপুর বাজারটি প্রদক্ষিণ করে শেষ মাথায় যায়। মিছিল শেষে তিন তার তাৎক্ষণিক বক্তব্যে তাকে অভিনন্দনদানকারী ও মিছিলে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন,”আমি যতবার বার এসেছি তাহিরপুরবাসীর আন্তরিক অভিনন্দন ও ভালবাসা পেয়েছি। তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের ক্রমাগত অপরিমেয় সহযোগিতা আমাকে অভিভূত করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

নানা বাঁধা বিপত্তির মধ্য দিয়ে আজকে আমাদের প্রোগ্রাাম করতে হচ্ছে। একদিকে এই আসনের মাননীয় সাংসদ বলয় বাঁধা দিচ্ছে, অন্যদিকে ছয় জন মনোনয়ন প্রত্যাশী জোটের বলয় বাঁধা দিচ্ছে। আমার সহযোদ্ধা ও কর্মীদেরকে নানা হয়রানি করা হচ্ছে। এসব  মেকি ভয় ও বাঁধা দিয়ে মানুষের ভালবাসা আটকে রাখা যাবেনা। বহুমুখি ও তীব্র বাঁধা অতিক্রম করে আমরা ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগরে হাজার হাজার মানুষের এবং নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচী করে এসেছি। আজ তাহিরপুরে এসে সুনামগঞ্জ জেলা পুলিশ ও তাহিরপুর থানা প্রশাসনের নিরাপত্তা সহযোগিতা নিতে হল। এত প্রতিহিংসা ও বহুমুখী বাঁধা এবং সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে জনস্রোত কিসের ঈঙ্গীত বহন করে - জনগণ তা ভাল করে বুঝে। আমি তৃণমূল ও কেন্দ্র সকলের দোয়া  ও অব্যাহত সহযোগিতা চাই।

আজ আমি আপনাদের কাছে এসেছি আপনাদের নিয়ে একটি  মাদক, সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী র‌্যালি করার জন্য ও এবিষয়ে একটি মতবিনিময় ও জনমত গড়ে তোলার জন্য। আসুন আমরা সকলে সতঃস্ফূর্তভাবে  র‌্যালিতে ও আলোচনায় অংশগ্রহণ করার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিকে না বলি এবং একটি শোষণমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।“

অতঃপর বিশিষ্ট গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. রফিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে প্রায় শহাস্রাধিক মানুষের সতঃস্ফূর্ত অংশগ্রহণে “মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও শোষণ মুক্ত সমাজ চাই” ব্যানারে একটি সুবিশাল মানব্-বন্ধন তাহিরপুর বাজারটি প্রদক্ষিণ করে তাহিরপুর উপজেলা  আওয়ামী লীগ  দলীয় কার্যালয়ে  প্রবেশ করে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনায় সভাপতিত্ব করেন তাহিরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও সঞ্ছালনা করেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন তাহিরপুর  উপজেলা ছাত্রলীগ, যুবলীগ,  বঙ্গবন্ধু পরিষদ ও আওয়ামী লীগ  নেতৃবর্গ। বক্তারা সুনামগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ  জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক  ড. রফিকুল ইসলাম তালুকদারকে এমন মহৎ উদ্দোগ গ্রহণ করায় জন্য তাহিরপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: আলী হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল ব্যাতীত একটি ভাল ও শোষণ মুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম তালুকদার বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্রকে আমাদেরই বিনির্মাণ করতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ, সৎ ও শিক্ষিত নেতৃত্বই বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করার ও সোনার বাংলা গড়ার সম্ভাবনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন কার্যকরীভাবে বাস্তবায়ন করতে হলে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও শোষণ মুক্ত সমাজ গঠন অপরিহার্য।

পরিশেষে সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের এই র‌্যালি মাদক, সন্ত্রাস ও দুর্নীতি বিরুদ্ধে একটি  সামাজিক প্রতিরোধ কর্মসূচী। তিনি উপস্থিত সকলকে এতে   অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান এবং আলোচনার  সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩:০৫:১৭   ৬৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ