ভবিষ্যতেও নারী ক্রিকেটাররা তাদের সাফল্য অব্যাহত রাখবে-প্রধানমন্ত্রী‘

Home Page » ক্রিকেট » ভবিষ্যতেও নারী ক্রিকেটাররা তাদের সাফল্য অব্যাহত রাখবে-প্রধানমন্ত্রী‘
বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮



 

 

ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: এশিয়া কাপে যে নৈপুণ্য দেখিয়েছে সেভাবে ভবিষ্যতেও বাংলাদেশের নারী ক্রিকেটাররা তাদের সাফল্য অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘ছেলেদের চেয়ে মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে সক্ষম হবে’ এমন আশা প্রকাশ করে বলেন, ‘ক্রিকেটে মেয়েরা তা প্রমাণ করেছে।’

বুধবার (২০ জুন) সন্ধ্যায় গণভবনে টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপাজয়ী জাতীয় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় শিরোপা জয়ী টাইগ্রেসদের দুই কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এশিয়া কাপে যে নৈপুণ্য দেখিয়েছেন সেখান থেকে পিছু হটবেন না বলে আমি আশাবাদী। আগামী দিনগুলোতে যে কোনো প্রতিযোগিতায় বিজয় অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন।’

‘কঠোর অনুশীলন চালিয়ে যেতে খেলোয়াড়দের’ প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী ক্রিকেটারদের সাফল্যে উৎসাহিত হয়ে অন্যরাও ক্রীড়াঙ্গনে আসবে। বিজয়ে খেলোয়াড়রা উল্লাসিত হবে, তবে পরাজয়ে হতাশ হওয়া উচিত নয়।’  ছবি সংগৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নারী ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

গত ১০ জুন কুয়ালালামপুরে ম্যাচের ফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করে।

নারী ক্রিকেটারদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ফুটবলের মতো সব জেলায় ক্রিকেট টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা নিয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার চায় দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বক্ষেত্রে সাফল্যজনকভাবে এগিয়ে যাক।’

রাশিয়া ২০১৮ বিশ্বকাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বকাপের খেলা দেখছি, তবে এবার ফুটবলে ওলোট-পালট ফল হচ্ছে। বিশ্বকাপে ফেভারিট বিভিন্ন দলকে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর সঙ্গে খারাপ ফল করতে দেখা যাচ্ছে।’

এশিয়াকাপের চ্যাম্পিয়ন নারী দলকে সর্বমোট ২ কোটি টাকার পুরস্কার দেওয়া হয়। প্রতিটি খেলোয়াড়কে ১১ লাখ টাকা এবং বিশেষ নৈপুন্যের জন্য দেওয়া হয় ২৭ লাখ টাকা।

পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখতে হবে।’ ছবি সংগৃহীত  প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সময় ক্রিকেট খেলায় মেয়েদের পাওয়া কঠিন ছিলো, খেলোয়াড় পাওয়া যেতো না, রক্ষণশীল সমাজ, নানাদিক থেকে বাধা ছিলো। আশার কথা মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে। তারা জয় ছিনিয়ে আনছে। এ জয় অন্য মেয়েদের ক্রিকেট খেলায় আগ্রহী করে তুলবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরে সিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ৭:৫৮:১৬   ৬১০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ